পূর্ণিমা ঘোষ নৃত্য জগতের অত্যন্ত পরিচিত একটি নাম। মাত্র ৬ বছর বয়সে নাচ শিখতে শুরু করেন তিনি। পূর্ণিমার বাবা ছিলেন তাঁর প্রথম গুরু। মূলত তিনি মণিপুরী নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয় হলেও ভরতনাট্যম, কত্থক, ওড়িশি নাচেও তিনি সমান দক্ষ।
আরও পড়ুন: বাংলা সিনেমায় কাজ করছেন মৌনি? একান্ত সাক্ষাৎকারে জানালেন স্বয়ং অভিনেত্রী
advertisement
গত শনিবার জি বাংলার 'ডান্স বাংলা ডান্স' শো-তে পারফর্ম করেন তিনি। মঞ্চেই সকলকে তাকে লাগিয়ে তিনি জানান, তাঁর বয়স এখন ৮১। এই বয়সে সাধারণত মানুষ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভোগে সেখানে নাচ তো অকল্পনীয়।
তাঁর নাচ দেখে মুগ্ধ হয় সকলে। এই বয়সে এমন করে নাচ! সবাই অবাক হয়ে তাঁর ফিটনেসের সিক্রেট জানতে চাইলে তিনি জানান, তিনি রোজ ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা রোগ ব্যায়াম করেন।
সকালে উঠে নিয়ম করে অর্ধেক পাতিলেবুর রস গরম জলে মিশিয়ে খান। তারপর আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখা আমন্ড খেয়ে দিনের শুরু করেন। সারাদিন স্বাস্থ্যকর খাবার খান। যেখানেই যান না কেন রাত ১০:৩০ মধ্যে ঘুমিয়ে পড়েন। পূর্ণিমা ঘোষের মতো মানুষরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, বয়সটা কোনো বাধাই নয়। ৮১ তেও এত ফিট থাকা যায়।
আরও পড়ুন: সত্যিই 'গাঁটছাড়া' ছেড়ে দিচ্ছেন 'খড়ি' ! অবশেষে রহস্য ফাঁস করলেন স্বয়ং শোলাঙ্কি
মিঠুন চক্রবর্তী তাঁকে দেখিয়ে বলেন তিনি সব মেয়েদের প্রেরণা। যারা নাচের প্রতি অবজ্ঞা দেখায়, নিজের সন্তানকে নাচ শিখতে চাইলে শিখতে দেয় না, তাদের বিরুদ্ধে যোগ্য জবাব হলেন পূর্ণিমা দেবী।