TRENDING:

চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল

Last Updated:

সেরিব্রাল অ্যাটাকে হাসপাতালে ভর্তি ৯০ বছরের বৃদ্ধ। বাবার শারীরিক পরিস্থিতির অবনতির কারণে কলকাতায় নিজের ছবিমুক্তির সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: গুরুতর অসুস্থ চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী। সেরিব্রাল অ্যাটাকে হাসপাতালে ভর্তি ৯০ বছরের বৃদ্ধ। বাবার শারীরিক পরিস্থিতির অবনতির কারণে কলকাতায় নিজের ছবিমুক্তির সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা। ঢাকায় ফিরে গিয়েছেন তিনি।
advertisement

সম্প্রতি নিজের বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন ফেসবুকে। চঞ্চল জানিয়েছেন, তাঁর বাবা বেশ কিছুদিন ধরে হাসপাতাল ভর্তি। খুব অসুস্থ। আর সেই কারণে নিজেও ভাল নেই চঞ্চল।

আরও পড়ুন: 'কারাগার'-এর রহস্য ফাঁস! বন্দি চঞ্চল আসলে কে, বড় ইঙ্গিত মিলল ২য় সিজনের ট্রেলারে

আরও পড়ুন: দু'দেশের মানুষই স্বাধীন, তাও গণ্ডি রয়ে গিয়েছে, সিনেমার বাধাবিপত্তি নিয়ে আক্ষেপ চঞ্চলের

advertisement

তাঁর লেখায় স্মৃতিচারণা, 'বাড়ির উঠোনেই স্কুল, বাবা সেই স্কুলের প্রধান শিক্ষক। যে কারণে স্কুলের মাঠ, গাছপালা, স্কুল ঘর, বই পত্র…সব কিছুকেই পৈত্রিক সম্পত্তি ভাবতাম। ছোট বেলায় যতটা ভালো ছাত্র ছিলাম, তার চেয়ে অনেক বেশি দূরন্ত ছিলাম। যদিও রোল নম্বর সব সময়ই এক/দুই/তিনের মধ্যেই থাকত। একজন সৎ এবং স্বনামধন্য শিক্ষক হিসেবে আমার বাবাকে এলাকার সবাই একনামে চিনত, এখনও চেনে। যে কোনও জায়গায় গেলে বাবার ছেলে হিসেবেই বেশি সমাদর পেতাম। কয়েক বছর আগ পর্যন্তও দুলাল মাস্টারের সন্তান হিসেবেই এলাকায় সবাই পরিচিত হতাম।'

advertisement

কিন্তু এখন চঞ্চল চৌধুরী দুই বাংলার উচ্চপ্রশংসিত অভিনেতাদের মধ্যে একজন। সময় বদলেছে। ঘটনাটাও উল্টে গিয়েছে। এখন পরিস্থিতি কীরকম? জানা গেল চঞ্চলের লেখায়।

তিনি লিখলেন, 'বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ''ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি, এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে, তোমার কেমন লাগে?'' বাবা কোনও উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেজা চোখে কিছু ক্ষণ তাকিয়ে ছিল। তাঁর সেই গর্বিত মুখটা দেখে, আমার চোখ দুটোও ঝাপসা হয়ে গিয়েছিল। সন্তানের সকল সফলতায় বাবা মায়ের যে কী শান্তি, কী আনন্দ… তা আমি দেখেছি। কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনও সন্তানই ভাল থাকতে পারে না। আমিও ভাল নেই……।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

'হাওয়া' নিয়ে ইতিমধ্যে তুমুল উত্তেজনা কলকাতায়। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি মাসখানেক আগে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হলেও অনেকেই টিকিট না পেয়ে ফিরে গিয়েছিলেন। কিন্তু এবার তাই ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে চঞ্চলের ছবি। আগামিকাল মুক্তি পাচ্ছে 'হাওয়া'।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল