এবারের বিশ্বকাপে অল্পের জন্য গোল্ডেন বুট হাতছাড়া হলেও গোল্ডেন বল তাঁরই দখলে৷ দুটি বিশ্বকাপে গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়লেন মেসি৷ মেসি জ্বরে কাবু সারা দুনিয়া। ফাইনালের রাতে সারা বিশ্ব যেন নিশ্বাস বন্ধ করে তাকিয়ে ছিল এই একটা নক্ষত্রের দিকেই। শেষ হাসি হাসবে তো?
advertisement
বলিউড, টলিউড তো বটেই পিছিয়ে রইলেন না বাংলাদেশের চঞ্চল চৌধুরী। হ্যাঁ ঠিকই শুনেছেন, তাঁর ফেসবুক পোস্টে খুশির 'হাওয়া'। ক্যাপশনে লিখেছেন, "আজ রাতে অনেকেরই ঘুম হবে না। কারুর আনন্দে, কারুর কষ্টে... ঘটনা সত্য।"
আরও পড়ুন : মুক্ত 'হাওয়া'র মেজাজে নন্দন! ফের দুই বাংলা একাকার, প্রসেনজিৎ-চঞ্চল এক মঞ্চে
আরও পড়ুন : ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন! প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী
প্রসঙ্গত, এর আগে দেখা গিয়েছে বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত বলিউড। ফাইনাল দেখতে অনেকেই ইতিমধ্যে কাতার উড়ে গিয়েছিলেন। কেউ কেউ আবার গায়ে জার্সি চাপিয়ে গলা ফাটাচ্ছিলেন প্রিয় দলের জন্য। তালিকায় ছিলেন অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, মৌনি রায়, কার্তিক আরিয়ান প্রমুখ।