TRENDING:

শুধু প্রতিবাদ নয়, এফআইআর নিয়ে সঠিক ধারণার প্রচারে পিঙ্ক: সুজিত সরকার

Last Updated:

‘পিঙ্ক’ ছবি নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ৷ সেই উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে বুধবার কলকাতায় এলেন গোটা ‘পিঙ্ক’ টিম ৷ প্রোমোশনে হাজির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘পিঙ্ক’ ছবি নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ৷ সেই উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে বুধবার কলকাতায় এলেন গোটা ‘পিঙ্ক’ টিম ৷ প্রোমোশনে হাজির ছিলেন বিগবি অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, অঙ্গদ বেদী, সুজিত সরকার, অনিরুদ্ধ রায় চৌধুরী, অনুপম রায়৷
advertisement

‘পিঙ্ক’ ছবি নিয়ে নানা কথা বলার মাঝে ছবির প্রযোজক সুজিত সরকার জানান, ‘পিঙ্ক ছবির যে ইস্যুটি নিয়ে সবচেয়ে কথা হচ্ছে, সেই নারী স্বাধীনতা, সেক্সুয়াল হ্যারাসমেন্টের বাইরেও এই ছবি মহিলাদের কিছু আইনি প্রক্রিয়া নিয়ে ধারণাকে স্পষ্ট করে তোলে ৷ যেমন এফআইআর আইন, জিরো এফআইআর৷’

এদিন সুজিত সরকার আরও জানান, ‘আমরা আইন মন্ত্রকের সঙ্গে কথা বলেছিলাম ছবিটা করার সময় ৷ তারা জানিয়েছিল জিরো এফআইআর সম্পর্কে অনেকে অবগত নয় ৷ আর সেটা সবার কাছে পৌঁছনোর জন্যই পিঙ্ক ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

সুজিত জানান, ‘যেকোনও ছুটির দিন, শনি বা রবিবার জাজের বাড়িতেই শুনানি হওয়া সম্ভব ৷ তবে এটি একমাত্র মহিলা ও শিশুর ক্ষেত্রে ৷ শুধু তাই নয়, কোনও ২৪ পরগণার মেয়ে এফআইআর করতে পারেন কলকাতার যেকোনও থানায় ৷ একে জিরো এফআইআর বলে ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধু প্রতিবাদ নয়, এফআইআর নিয়ে সঠিক ধারণার প্রচারে পিঙ্ক: সুজিত সরকার