কিছু দিন আগে শমিতা শেট্টি-রাকেশ বাপতের পর নাকি সেই দলে নাম লেখালেন টাইগার-দিশাও। মুম্বইয়ের সংবাদ সংস্থা সূত্রে দাবি, টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছে। তবে এখনও পর্যন্ত নায়ক-নায়িকা নিজেরা এ বিষয়ে কোনও কথাই বলেননি। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কোনওদিন আলোচনায় অংশ নেননি টাইগার-দিশা।
আরও পড়ুন: রাস্তায় গড়াগড়ি খাচ্ছে মাছ! কাঁথির রাস্তায় হরির লুঠ, কী কাণ্ড
advertisement
পাপারাৎজিদের ক্যামেরায় মাঝে মাঝেই ধরা পড়েছেন দিশা ও টাইগার। কখনও ডিনার ডেট, কখনও বিমানবন্দরে একসঙ্গে যাতায়াত, একসঙ্গে উড়ান। যদিও দেশে-বিদেশে একসঙ্গে বেড়াতে গিয়ে কখনও ছবি পোস্ট করেননি টাইবার বা দিশা। আলাদা ছবি, একই জায়গা থেকে পোস্ট করলেও, একসঙ্গে ফ্রেমবন্দি হননি তারকা জুটি। তবে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দিশা-টাইগার।
আরও পড়ুন: অবাক কাণ্ড! বাঁশবাগানের মাটি ফুঁড়ে উঠছে জল, বারোবিশায় চাঞ্চল্য
বলিউড সূত্রে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই বছরের শুরুতেই নাকি বিচ্ছেদ হয়েছে তাঁদের। আপাতত কাজেই মন দিতে চান দিশা-টাইগার। এ নিয়ে যে টাইগার খুব দুঃখিত নয় বলেই জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ সূত্র। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্ব যে নষ্ট হয়েছে এমনটা কিন্তু নয়। বিচ্ছেদের পরেও কথাবার্তা হচ্ছে তাঁদের। কিন্তু দুই তারকা জুটির বিচ্ছেদে মন খারাপ ভক্তদের।