বনি কাপুর মজাচ্ছলে বলেন যে, “ওঁর ছায়ায় আমাকেও দেখতে ভাল লাগছে, তা-ই না? ওঁর গ্ল্যামার আমার উপর প্রতিফলিত হচ্ছে, তা-ই না?” আর এটা শুনে সলজ্জ হাসি দেখা যায় করিশ্মা তান্নার মুখে।
advertisement
এদিকে শ্রীদেবী শেষ ছবি ‘মম’-এর সিক্যুয়েল করার পরিকল্পনা ঘোষণা করেছেন বনি কাপুর। তাতে অভিনয় করতে দেখা যাবে খুশি কাপুরকে। গ্রিন কার্পেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার কালে কন্যা খুশি এবং জাহ্নবীর জন্য নিজের স্নেহ-ভালবাসার কথাও প্রকাশ করলেন বনি। তিনি জানান যে, মা শ্রীদেবীর পদচিহ্নই অনুসরণ করতে চান মেয়েরাও। আর ভিন্ন ভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের দক্ষতার মাধ্যমে স্বীকৃতি অর্জন করতে চাইছেন খুশি এবং জাহ্নবী।
বনির কথায়, খুশির সমস্ত ছবিই আমি দেখেছি – ‘আর্চিস’, ‘লাভইয়াপ্পা’ এবং ‘নাদানিয়াঁ’। “নো এন্ট্রি-র পর আমিও ওর সঙ্গে একটি ছবির জন্য পরিকল্পনা করছি। এটা হবে খুশির সঙ্গে একটা ছবি। এটা ‘মম ২’-ও হতে পারে। ও আসলে ওর মায়ের পদচিহ্ন অনুসরণ করতে চাইছে। আসলে যে ভাষাতেই ওদের মা কাজ করেছে, তাতেই সে সেরা তারকা ছিল। আর আমি আশা রাখি যে, একই ভাবে খুশি আর জাহ্নবী যেন সাফল্য অর্জন করতে পারে।”
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’-এ এক শক্তিশালী চরিত্র ফুটিয়ে তুলেছিলেন শ্রীদেবী। ওই ছবিটি পরিচালনা করেছিলেন রবি উদ্যাওয়ার। এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক মা-কে ঘিরে, যিনি নিজের কন্যাসন্তানের জন্য বিচার চাইছেন। সেই মায়ের চরিত্রটি নিজের ব্যতিক্রমী অভিনয় ক্ষমতা দিয়ে জীবন্ত করে তুলেছিলেন শ্রীদেবী।