TRENDING:

IIFA-র রেড কার্পেটে করিশ্মার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও ভাইরাল ! আরও একবার কী বিয়ের পিঁড়িতে বনি কাপুর? জল্পনা তুঙ্গে

Last Updated:

Boney Kapoor Karishma Tanna Video: দু’জনের মধ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ও হয়। এরপর পাপারাৎজিরা দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে পোজ দিতে বলেন। সেই অনুযায়ী, তাঁরা একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজও দেন। এরপরেই বনি কাপুর মজা করে বলে বসেন যে, করিশ্মার গ্ল্যামারের ছটায় তিনি আলোকিত হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সম্প্রতি IIFA 2025-এর রেড কার্পেটে অভিনেত্রী করিশ্মা তান্নার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুরের। আর সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ক্লিপেই পাপারাৎজিদের জন্য পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে বনি কাপুরকে। আর সেই সময়ই সেখানে প্রবেশ করেন করিশ্মা তান্না। দু’জনের মধ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ও হয়। এরপর পাপারাৎজিরা দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে পোজ দিতে বলেন। সেই অনুযায়ী, তাঁরা একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজও দেন। এরপরেই বনি কাপুর মজা করে বলে বসেন যে, করিশ্মার গ্ল্যামারের ছটায় তিনি আলোকিত হয়েছেন। এখানেই শেষ নয়, অভিনেত্রীর হাত ধরে আবার ক্যামেরায় পোজ দেন বনি কাপুর। ফলে রেড কার্পেটের এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।
অভিনেত্রী করিশ্মা তান্নার সঙ্গে বনি কাপুর (Photo: Instagram)
অভিনেত্রী করিশ্মা তান্নার সঙ্গে বনি কাপুর (Photo: Instagram)
advertisement

আরও পড়ুন– প্রকাশ্যে এল সন্ত প্রেমানন্দ মহারাজের ৩৮ বছর আগের কথা, বন্ধুদের কথা শুনে চমকে গেলেন সন্ন্যাসী নিজেই ! আপনিও অবাক হবেন

বনি কাপুর মজাচ্ছলে বলেন যে, “ওঁর ছায়ায় আমাকেও দেখতে ভাল লাগছে, তা-ই না? ওঁর গ্ল্যামার আমার উপর প্রতিফলিত হচ্ছে, তা-ই না?” আর এটা শুনে সলজ্জ হাসি দেখা যায় করিশ্মা তান্নার মুখে।

advertisement

এদিকে শ্রীদেবী শেষ ছবি ‘মম’-এর সিক্যুয়েল করার পরিকল্পনা ঘোষণা করেছেন বনি কাপুর। তাতে অভিনয় করতে দেখা যাবে খুশি কাপুরকে। গ্রিন কার্পেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার কালে কন্যা খুশি এবং জাহ্নবীর জন্য নিজের স্নেহ-ভালবাসার কথাও প্রকাশ করলেন বনি। তিনি জানান যে, মা শ্রীদেবীর পদচিহ্নই অনুসরণ করতে চান মেয়েরাও। আর ভিন্ন ভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের দক্ষতার মাধ্যমে স্বীকৃতি অর্জন করতে চাইছেন খুশি এবং জাহ্নবী।

advertisement

আরও পড়ুন– রাতের আঁধারে ৭০টি গাড়ি নিয়ে উত্তর প্রদেশের গ্রামে আচমকা হানা দিল উত্তরাখণ্ড পুলিশের বিশাল বাহিনী ! তারপর…হকচকিয়ে গেলেন গ্রামবাসীরাও

বনির কথায়, খুশির সমস্ত ছবিই আমি দেখেছি – ‘আর্চিস’, ‘লাভইয়াপ্পা’ এবং ‘নাদানিয়াঁ’। “নো এন্ট্রি-র পর আমিও ওর সঙ্গে একটি ছবির জন্য পরিকল্পনা করছি। এটা হবে খুশির সঙ্গে একটা ছবি। এটা ‘মম ২’-ও হতে পারে। ও আসলে ওর মায়ের পদচিহ্ন অনুসরণ করতে চাইছে। আসলে যে ভাষাতেই ওদের মা কাজ করেছে, তাতেই সে সেরা তারকা ছিল। আর আমি আশা রাখি যে, একই ভাবে খুশি আর জাহ্নবী যেন সাফল্য অর্জন করতে পারে।”

advertisement

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’-এ এক শক্তিশালী চরিত্র ফুটিয়ে তুলেছিলেন শ্রীদেবী। ওই ছবিটি পরিচালনা করেছিলেন রবি উদ্যাওয়ার। এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক মা-কে ঘিরে, যিনি নিজের কন্যাসন্তানের জন্য বিচার চাইছেন। সেই মায়ের চরিত্রটি নিজের ব্যতিক্রমী অভিনয় ক্ষমতা দিয়ে জীবন্ত করে তুলেছিলেন শ্রীদেবী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
IIFA-র রেড কার্পেটে করিশ্মার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও ভাইরাল ! আরও একবার কী বিয়ের পিঁড়িতে বনি কাপুর? জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল