এক সাক্ষাৎকারে কৃষ্ণা শ্রফ বলেছেন, ‘আমি এই ব্যাপারে কিছু বলাটা ভালো হবে না, এই জল্পনার শেষ ওঁরাই করতে পারেন। ওঁরাই বলতে পারবেন ওঁনাদের মধ্যেকার সম্পর্কের অবস্থান কি। আমি শুধু এতটুকুই বলতে পারি, যে দুজনেই খুব ঘনিষ্ঠ। তাঁদের এই বিষয়টা সকলেই পছন্দ করে। আমার সঙ্গে দিশার সম্পর্কও খুব ভালো’।
কৃষ্ণা আরও বলেন, ‘দিশা আমার খুব ভালো বন্ধু। প্রায় সাত বছর ধরে আমার এবং আমার পরিবারের সঙ্গে ওঁর সম্পর্ক রয়েছে। আমরা মাঝে মাঝেই এক সঙ্গে আড্ডা দি। আমি এবং দিশা টাইগারের সঙ্গে মশকরাও করি। দিশা সব কিছুতে আমার সাথ দেয়। দিশা আমার থেকে বয়সে ছোট হলেও আমার মনে হয় ওঁ আমার দিদি। কারণ, সব সময় দিশা আমাকে ভালো পরামর্শ দিয়ে থাকে। যতক্ষণ দিশা আমার সঙ্গে থাকে আমি আনন্দে থাকি। আমরা একসঙ্গে থাকলে সেই সময়টা উপভোগ করতে পারি’।
advertisement
বলিউডে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (M.S. Dhoni: The Untold Story) ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন দিশা পটানি। এর পর একের পর এক ছবিতে কাজ করছেন দিশা। কয়েকদিন আগেই প্রভু দেবা (Prabhu Deva) পরিচালিত রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে সলমনের পাশাপাশি রণদীপ হুডা (Randeep Hooda) ও জ্যাকি শ্রফ (Jackie Shroff) অভিনয় করেছেন। সামনেই অভিনেত্রীর আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এক ভিলেন রিটার্নসে (Ek Villain Returns) দিশাকে দেখা যাবে। অন্যদিকে টাইগারকে দেখা যাবে হিরোপন্তি ২ (Heropanti 2) এবং বাঘি ৪ (Baaghi 4) ছবিতে।