একটি সূত্রের খবর, সিনেমায় একটা সময়ে দীপিকার বিপরীতে ঈশানকে কাজ করতে হত, এটি একটি বিবাহ-বহির্ভূত সম্পর্কের জটিল গল্প। দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ঈশানকে একদম মানাচ্ছিল না। এছাড়াও দীপিকার বিপরীতে ঈশানকে অল্প বয়স্ক দেখাচ্ছিল। সেই জায়গায় ধৈর্যর উপস্থিতি মানিয়েছে বলেই নির্মাতাদের দাবি। তাই নির্মাতারা ধৈর্যকেই বেছে নিয়েছেন। করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশনের সঙ্গে ঈশানের সম্পর্ক খুব একটা ভালো নয়। এটাও হতে পারে একটা কারণ। অনেকেই মনে করছেন এই ছবিতে দীপিকা একজন সেলিব্রিটি ফিটনেস ইনস্ট্রাক্টরের চরিত্রে অভিনয় করেছেন। তবে ধর্ম প্রোডাকশনের টিম এবং ছবির লেখক সে কথা অস্বীকার করেছেন। তবে এটা মেনে নিয়েছেন, যে দীপিকা একজন ফিটনেস ইনস্ট্রাক্টরের চরিত্রে এই ছবিতে থাকছেন।
advertisement
ইরানি পরিচালক মাজিদ মাজিদির (Majid Majidi) প্রথম ভারতীয় ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ (Beyond The Clouds) ঈশানের প্রথম ছবি। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ‘ধড়ক’(Dhadaak) অবশ্য বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। কিন্তু তার পর থেকে বহু প্রোজেক্টের কথা চললেও কোনও টাই ঠিক মতো দাঁড়ায়নি ঈশানের ক্ষেত্রে। সুতরাং ঈশানের কেরিয়ার এখন বেশ নড়বড়ে, সেটা আন্দাজ করছেন অনেকে।