স্বাভাবিকভাবেই দারুণ খুশি বিরাট ৷ এই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মাও ৷ এই মুহূর্তে ভারতের সেরা কাপলদের মধ্যে অন্যতম বিরুষ্কা ৷ দু‘জনে দুটি আলাদা দুনিয়ার সেলিব্রিটি হয়েও যেভাবে একে অপরের জন্য সময় দেন এবং একে অন্যকে সম্মান প্রদর্শন করেন তা সকলের কাছেই শিক্ষণীয় ৷
বিরাটের এই বিশেষ দিনে রাষ্ট্রপতিভবনে হাজির ছিলেন অনুষ্কা শর্মাও ৷ পরণে ছিল প্রিয় ডিজাইনার সব্যসাচী দত্তের- শাড়ি ৷ বিয়েতেও সব্যসাচীর পোশাক পরেছিলেন অনুষ্কা ৷ আর বিশেষ দিনেও ঘিয়ে রঙা শাড়িতে তাঁর আভিজাত্য ফুটে উঠেছিল ৷
advertisement
আরও পড়ুন - স্তনের ক্যান্সারের সচেতনতা বাড়াতে অভিনব প্রচার, নগ্ন হলেন তারকা- দেখুন ভিডিও
বিরাট যখন রাষ্ট্রপতির হাত থেকে সম্মান নিচ্ছিলেন তখন তাঁর চোখে ছিল বিরাটের প্রতি শ্রদ্ধা ও একইসঙ্গে গভীর ভালোবাসা ৷ করতালিতে স্বামীর কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছিলেন বলিউডের তাবড় অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷