স্তনের ক্যান্সারের সচেতনতা বাড়াতে অভিনব প্রচার, নগ্ন হলেন তারকা- দেখুন ভিডিও
Last Updated:
এক মারণ রোগ, মহিলাদের আরও চেতনার প্রয়োজন, তাই নগ্ন হতেও দ্বিধা নেই
#সিডনি : অক্টোবর মাস স্তনের ক্যান্সার সম্পর্কে সচেতনতার মাস ৷ তার আগেই ফের একবার এই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে বোঝার সবচেয়ে বড় পদক্ষেপটি নেওয়ার কথা মনে করিয়ে দিতে তৈরি হয়েছে এক ক্যাম্পেন ৷
ক্যাম্পেনের নাম ‘I Touch Myself’ অর্থাৎ আমি নিজেকে স্পর্শ করি ৷ স্তনে ক্যান্সার হচ্ছে কিনা প্রথমেই বুঝতে পারেন যাঁর শরীর তিনি ৷ প্রতি মহিলাকে তাই বলা হয় নিয়মিত নিজের স্তন পরীক্ষা করার কথা ৷ নিজের হাতের স্পর্শে তিনি বুঝতে পারবেন যদি কোনও লাম্প তৈরি হয় ৷ কারণ হাত দিতে গোটা স্তনে যখন স্পর্শ করা হয় তখন ওই গ্রোথের জায়গাটির আলাদা অনুভূতি হয় ৷
advertisement
এই যে প্রচার অভিযান এটি একটি পুরনো গান যা গেয়েছিলেন Chrissy Amphlett তিনি নিজেই ২০১৪ সালে স্তনের ক্যান্সারে মারা গিয়েছিলেন ৷ তিনি এই মারণ রোগের বিষয়ে সচেতন করার জন্য এই গানটি গেয়েছিলেন ৷ ফের একবার তাঁর লাইনগুলিই নেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
৯ সেকেন্ডের একটি ক্লিপে ২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী তারকা সেরেনা উইলিয়ামস ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন ৷ তাঁর বার্তা "I love myself, I want you to love me." অর্থাৎ আমি নিজেকে ভালোবাসি আমি চাই তুমিও ভালোবাস ৷
Location :
First Published :
September 26, 2018 7:13 PM IST