TRENDING:

বাবার সঙ্গে এ কোন ভাষায় কথা বলছে সোহা আলি খানের মেয়ে ! ভাইরাল ভিডিও

Last Updated:

মেয়ের সঙ্গে অদ্ভুত ভাষায় কথা বলছেন কুনাল খেমু। মেয়েও বাবার কথা বুঝে দিয়ে যাচ্ছে জবাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  সোহা আলি খান ও কুনাল খেমু ভালবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর কুনাল ও সোহাকে সেভাবে ছবি করতে দেখা যায় না। কারণ তাঁদের আছে একটি মিষ্টি মেয়ে। এখন তাঁরা ব্যস্ত সেই মেয়েকে নিয়েই। নাম ইনায়া। বয়স মাত্র দু বছর। তৈমুরের সঙ্গে সেও বেড়ে উঠছে আদরে। তবে তৈমুরকে মানুষ চেনে বেশি। কিন্তু কিউটনেসে এই মেয়ে কম যায় না কোনও ভাবেই।
advertisement

কুনাল খেমু জীবনের সবচেয়ে বেশি সময় কাটান এখন তাঁর মিষ্টি মেয়ের সঙ্গে। ইনায়া তাঁর বাবা মায়ের সঙ্গে ঘুরে বেড়াতেই ভালবাসে। ছোট্ট মেয়ের বেস্ট ফ্রেন্ড কিন্তু তার বাবা। মা নয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে সোহা একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে মেয়ের সঙ্গে অদ্ভুত ভাষায় কথা বলছেন কুনাল খেমু। মেয়েও বাবার কথা বুঝে দিয়ে যাচ্ছে জবাব। কিন্তু আর কেউ কিচছুটি বুঝতে পারছে না। সোহা লিখেছেন, এই ভাষা একেবারে ওদের নিজস্ব। তবে এই ভিডিও েখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবার সঙ্গে এ কোন ভাষায় কথা বলছে সোহা আলি খানের মেয়ে ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল