TRENDING:

৪ কোটি টাকা নিয়েও বিয়ে করেননি রাখি ! নিজেদের নোংড়া ভিডিও বানিয়ে শেয়ার করলেন দীপক-রাখি !

Last Updated:

এক ভয়ঙ্কর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রাখি সাওয়ান্ত বিয়ে করে নিয়েছেন লুকিয়ে। বেশ তাতেই যত বাধল গোল। রাখির পুরনো বয়ফ্রেন্ড দীপক কালাল এক ভয়ঙ্কর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। সেখানে দীপক খালি গায়ে রাখির উদ্দেশ্য বলেন, " আমাকে বিয়ে করার কথা দিয়ে অন্য ছেলেকে লুকিয়ে বিয়ে করে নিলি। আমার থেকে নেওয়া ৪ কোটি টাকা ফেরত দে আগে। নয়তো যেখানে পাবো মারবো তোদের।"
advertisement

এই ভিডিও দেখে আরও খেপে গেলেন রাখি। তিনি আর একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন। রাখি বলেছেন, " দীপক কালাল তোকে আমি পাতাল থেকেও খুঁজে বার করবো। আমি একজন পতিব্রতা নারী। আমাকে নিয়ে এই ধরণের কথা। আমার স্বামীকে নিয়ে এই কথা বলার শাস্তি দেব আমি তোকে। আমার কাছে একটা ত্রিশুল আছৈ ওটা দিয়ে মারবো আমি তোকে।" এই দুটি ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
৪ কোটি টাকা নিয়েও বিয়ে করেননি রাখি ! নিজেদের নোংড়া ভিডিও বানিয়ে শেয়ার করলেন দীপক-রাখি !