TRENDING:

Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding: বিয়েতে রাজকুমারকেও সিঁদুর পরালেন পত্রলেখা, তুমুল ভাইরাল এই ভিডিও

Last Updated:

মুহূর্তে ভাইরাল হয়েছে রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের এই ভিডিও। ( Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রায় এক দশক প্রেমের সম্পর্কে থাকার পর গত সোমবার চণ্ডীগড়ে চারহাত এক হয়েছে অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার। সম্প্রতি নিজেদের বিয়ের দিনের দারুণ এক ভিডিও শেয়ার করেছেন রাজকুমার (Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding)। পত্রলেখার সঙ্গে বিয়ের নানা রীতি-নীতি ও মুহূর্তের কোলাজ রয়েছে সেই ভিডিওতে। দু'জনেই একে অপরের সঙ্গে সম্পর্কের কথা এবং বিয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন এই ভিডিওতে (Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding)। সেই ভিডিওতেই একটি অংশে দেখা গিয়েছে, পত্রলেখাকে রাজকুমার সিঁদুর পরিয়ে দিতে বলছেন। আর তাতেই ভক্তদের মন জয় করেছে এই ভিডিও (Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding)।
বিয়েতে রাজকুমারকেও সিঁদুর পরালেন পত্রলেখা, তুমুল ভাইরাল এই ভিডিও
বিয়েতে রাজকুমারকেও সিঁদুর পরালেন পত্রলেখা, তুমুল ভাইরাল এই ভিডিও
advertisement

মুহূর্তে ভাইরাল হয়েছে রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের এই ভিডিও। হিন্দু রীতি মেনে পত্রলেখার সিঁথিতে সিঁদুর পরানো মাত্রই রাজকুমারকে বলতে শোনা যাচ্ছে, 'তুমিও লাগিয়ে দাও'। আর তার পরেই রাজকুমারকে সিঁদুর লাগিয়ে দিলেন পত্রলেখা। গত সোমবারই এই তারকা জুটি চণ্ডীগড়ে বিয়ে সেরেছেন। প্রায় ১১ বছর ধরে সম্পর্কে থাকার পর শেষ পর্যন্ত বিয়ে করলেন রাজকুমার ও পত্রলেখা। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় বিয়ের অসাধারণ সব ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই আনন্দের খবর। বিয়ের নানা রীতির ছবি শেয়ার করেছিলেন রাজকুমার ও পত্রলেখা।

advertisement

গত সোমবার রাজকুমারের সঙ্গে ১১ বছরের সম্পর্কের পরে বিয়ের পিঁড়িতে বসলেন পত্রলেখা। বিয়ের (Rajkumar Rao and Patralekha wedding) ছবি শেয়ার করে রাজকুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘অবশেষে ১১ বছরের ভালবাসা, প্রেম, বন্ধুত্ব এবং আনন্দের পর আমি বিয়ে করলাম৷ যাকে বিয়ে করলাম, সে আমার সব, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু এবং আমার পরিবার৷ পত্রলেখা, তোমার স্বামী হিসেবে পরিচিত হওয়ার থেকে আনন্দ আজ আমার কিছুতেই নেই৷ এখন থেকে শুরু করে চিরকাল...এবং তার পরেও৷’’

advertisement

আরও পড়ুন: ওড়নায় সোনালি জরিতে বোনা ভালবাসার সমর্পণ, রাজকুমারের সঙ্গে সপ্তপদী পত্রলেখা

আরও পড়ুন: 'ও বৌদি'! ডাক শুনে লজ্জায় লাল রাজকুমারের নতুন বউ পত্রলেখা, দেখুন ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শিলঙের প্রবাসী বাঙালি পত্রলেখা পালের বলিউডের ছবিতে আত্মপ্রকাশ রাজকুমার রাওয়ের বিপরীতেই৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটিলাইটস’-এ তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছিল৷ এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লভ গেমস’, ‘বদনাম গলি’, ‘নানু কি জানু’-সহ কিছু ছবিতে৷ তবে ছবিতে নয়, বাঙালিনীকে এক বিজ্ঞাপনে দেখে রাজকুমার মুগ্ধ হয়েছিলেন৷ ‘নিউটন’, ‘আলিগড়’, ‘লভ সেক্স অউর ধোকা’-র অভিনেতা তখনই তাঁকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding: বিয়েতে রাজকুমারকেও সিঁদুর পরালেন পত্রলেখা, তুমুল ভাইরাল এই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল