মুহূর্তে ভাইরাল হয়েছে রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের এই ভিডিও। হিন্দু রীতি মেনে পত্রলেখার সিঁথিতে সিঁদুর পরানো মাত্রই রাজকুমারকে বলতে শোনা যাচ্ছে, 'তুমিও লাগিয়ে দাও'। আর তার পরেই রাজকুমারকে সিঁদুর লাগিয়ে দিলেন পত্রলেখা। গত সোমবারই এই তারকা জুটি চণ্ডীগড়ে বিয়ে সেরেছেন। প্রায় ১১ বছর ধরে সম্পর্কে থাকার পর শেষ পর্যন্ত বিয়ে করলেন রাজকুমার ও পত্রলেখা। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় বিয়ের অসাধারণ সব ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই আনন্দের খবর। বিয়ের নানা রীতির ছবি শেয়ার করেছিলেন রাজকুমার ও পত্রলেখা।
advertisement
গত সোমবার রাজকুমারের সঙ্গে ১১ বছরের সম্পর্কের পরে বিয়ের পিঁড়িতে বসলেন পত্রলেখা। বিয়ের (Rajkumar Rao and Patralekha wedding) ছবি শেয়ার করে রাজকুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘অবশেষে ১১ বছরের ভালবাসা, প্রেম, বন্ধুত্ব এবং আনন্দের পর আমি বিয়ে করলাম৷ যাকে বিয়ে করলাম, সে আমার সব, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু এবং আমার পরিবার৷ পত্রলেখা, তোমার স্বামী হিসেবে পরিচিত হওয়ার থেকে আনন্দ আজ আমার কিছুতেই নেই৷ এখন থেকে শুরু করে চিরকাল...এবং তার পরেও৷’’
আরও পড়ুন: ওড়নায় সোনালি জরিতে বোনা ভালবাসার সমর্পণ, রাজকুমারের সঙ্গে সপ্তপদী পত্রলেখা
আরও পড়ুন: 'ও বৌদি'! ডাক শুনে লজ্জায় লাল রাজকুমারের নতুন বউ পত্রলেখা, দেখুন ভাইরাল ভিডিও
শিলঙের প্রবাসী বাঙালি পত্রলেখা পালের বলিউডের ছবিতে আত্মপ্রকাশ রাজকুমার রাওয়ের বিপরীতেই৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটিলাইটস’-এ তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছিল৷ এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লভ গেমস’, ‘বদনাম গলি’, ‘নানু কি জানু’-সহ কিছু ছবিতে৷ তবে ছবিতে নয়, বাঙালিনীকে এক বিজ্ঞাপনে দেখে রাজকুমার মুগ্ধ হয়েছিলেন৷ ‘নিউটন’, ‘আলিগড়’, ‘লভ সেক্স অউর ধোকা’-র অভিনেতা তখনই তাঁকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন৷