TRENDING:

ঘরে বন্দি থেকে বাঘের মতো গর্জন শুরু করলো আদনান সামির মেয়ে মেদিনা ! দেখুন ভিডিও

Last Updated:

আদনান তাঁর ছোট্ট মেয়ে মেদিনাকে সাজালেন বাঘ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনা ভাইরাস মোকাবিলা করতে দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন মোদি সরকার। এই কারণে সারা দেশ গৃহবন্দি। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই গৃহবন্দি। বাড়িতেই সময় কাটাতে হচ্ছে সকলকে। । তাই এখন নিজেদের বাড়ির কাজ সেলেবরা নিজেই করছেন। আবার কেউ বানাচ্ছেন মজার মজার ভিডিও। তবে বড়রা তো নিজেদেরকে বোঝাতে পারছে। কিন্তু বাচ্চারা ! তারা কি করে সময় কাটাবে?  ছোটদের মন খুশি রাখার দায়িত্ব নিতে হচ্ছে বড়দের।
advertisement

যেমন করলেন গায়ক আদনান সামি। আদনান তাঁর ছোট্ট মেয়ে মেদিনাকে সাজালেন বাঘ। সারা মুখে রঙ লাগিয়ে। গোফ এঁকে দিলেন ছোট্ট মেয়ের মুখে। তারপর সারাদিন বাঘের মতো গর্জন করলো ছোট্ট মেদিনা। এই মজার ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গায়ক। ছোট্ট মেয়ের ভিডিও দেখে প্রশংসা শুরু করেছেন ফ্যানেরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘরে বন্দি থেকে বাঘের মতো গর্জন শুরু করলো আদনান সামির মেয়ে মেদিনা ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল