TRENDING:

শুধু পাকিস্তান নয়, অন্য দেশের শিল্পীরাও নিষিদ্ধ হোক বলিউডে! দাবি ইউনিয়ন নেতার

Last Updated:

ফিল্ম ইউনিয়ন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা দাবি জানিয়েছেন, বলিউডে মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, অ্যাকশন ডিরেক্টর, স্টান্টম্যান, সব ক্ষেত্রে বড় অংশে বিদেশি পেশাদারদের নিয়োগ করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিদেশ থেকে আসা কলাকুশলীদের জন্য কাজের অভাবে ভুগছেন দেশবাসী। ভারতীয় ফিল্মের কলাকুশলীদের ইউনিয়নে দাবি, এমনই সমস্যায় পড়েছে বলিউড। অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ান, সব ক্ষেত্রেই বিদেশিদের আগমন বেড়েছে। বাইরের দেশ থেকে পেশাদার কর্মীদের এনে কাজ করানো হচ্ছে টিনসেল নগরীতে। অভিযোগ, তাঁদের মধ্যে সিংহভাগের কাছেই এ দেশে কাজ করার ওয়ার্ক পারমিট (বৈধ অনুমোদন) নেই। ইউনিয়ন অভিযোগ করেছে, মুম্বই পুলিশ এ বিষয়ে তেমন কোনও পদক্ষেপই করে না।
advertisement

কেবল চলচ্চিত্র জগৎ নয়, তথ্যপ্রযুক্তি, টেলিকম ক্ষেত্রেও ভারতীয়দের তুলনায় অনেক বেশি পরিমাণে বিদেশি পেশাদারদের নিযুক্ত করা হয়েছে। একই ভাবে বলিউডে সিনেম্যাটোগ্রাফি, নির্দেশনা, প্রযোজনা, চিত্রনাট্য লেখায় অথবা জুনিয়র আর্টিস্ট, নৃত্যশিল্পীদের মধ্যে বিদেশির সংখ্যা অনেক বেশি। যাঁরা ভারতে এসে কাজ করছেন, তাঁদের মধ্যে বেশির ভাগ মানুষ ইংল্যান্ড, রাশিয়া এবং উজবেকিস্তান থেকে এসেছেন।

advertisement

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে অভিনয় করলেই বিপদ! বিস্ফোরক দাবি পাক অভিনেতা আলি জাফরের 

ফিল্ম ইউনিয়ন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা দাবি জানিয়েছেন, বলিউডে মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, অ্যাকশন ডিরেক্টর, স্টান্টম্যান, কস্টিউম ডিজাইনার, আর্ট ডিরেক্টর, সব ক্ষেত্রে বড় অংশে বিদেশি পেশাদারদের নিয়োগ করা হচ্ছে। এতে নাকি ভারতের ইন্ডাস্ট্রিরই লাভ হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের প্রতিভার সুবিধা পাচ্ছে এই দেশের চলচ্চিত্র শিল্প।

advertisement

আরও পড়ুন: প্রকাশ্যে এল বিগবস ১৬-র প্রোমো, সিডনাজকে দেখে আবেগতাড়িত দর্শকরা

কিন্তু ইউনিয়নগুলি সে দাবি মানতে চাইছে না। তাঁরা বারবার নানা অভিযোগ তুলেছে। এক ইউনিয়ন নেতার প্রশ্ন, ''ভারতে পাকিস্তানি কলাকুশলীদের বিরুদ্ধে যে ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে ভাবে কেন অন্য দেশের পেশাদারদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হবে না?''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

'ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ'-এর চেয়ারম্যান অশোক দুবে জানিয়েছেন, তাঁরা বিদেশি পেশাদার নিয়োগের অনুমতি দেন না। তাঁর কথায়, ''মূলত প্রযোজকরাই কর্মী নিয়োগ করেন। এটাই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের লোক বেকার থাকছেন। বেশির ভাগ মানুষই ওয়ার্ক পারমিট ছাড়া করে চলেছেন। 'বেআইনি' ভাবে কাজ করে যাচ্ছেন। প্রযোজকরা এই বিষয়ে কথাও বলতে চান না তেমন। একাধিক বার এই বিষয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা। কিন্তু আমাদের কথায় পাত্তা দেওয়া হয়নি। কোনও পদক্ষেপও করেনি পুলিশ। আমাদের ইউনিয়নে অন্তত তিন লক্ষ পেশাদার রয়েছেন। আমরা তাঁদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধু পাকিস্তান নয়, অন্য দেশের শিল্পীরাও নিষিদ্ধ হোক বলিউডে! দাবি ইউনিয়ন নেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল