জ্যাকি দাবি করেন, আমার ছেলে বলেই যে টাইগার (Tiger Shroff) দাড়ি নিয়ে জন্মাবে এমন কোনও মানে নেই। জ্যাকি বলছেন, "ও কেন মাচো নয় এসব বলা হয়। ওর তো এখনও কম বয়স। ও এখনও বড় হচ্ছে। ও বড় হবে। আমি খুশি যে মানুষ যেমন আশা করেছে, ওকে তেমনই দেখতে হয়নি। জ্যাকির ছেলে বলেই যেন একমুখ দাড়ি নিয়ে জন্মাতে হবে। ওকে করিনার সঙ্গে তুলনা করা হয়।"
advertisement
জ্যাকি আরও বলছেন, "টাইগারকে নিয়ে এত মিম, ট্রোল হয়। কিন্তু ওর উত্তরগুলি আপনাদের দেখা উচিত। ও কিন্তু কুল। ও নিজের কাজ কী সেটা জানে। পর্দায় লড়াই করার সময়ে অথবা নাচার সময়ে ও বাঘের মতোই দেখতে লাগে। একজন পুরুষ যখন অ্যাকশন দৃশ্যে ভালো হয়, সে নাচে অতটা ভালো হয় না সাধারণত। কিন্তু ও দুটোই ভালো করে।"
আরও পড়ুন- নিজের শরীরেই সিদ্ধার্থের ছবি খোদাই করলেন শেহনাজের ভাই! পোস্ট দেখে আবেগে ভাসলেন নেটিজেন
কিছুদিন আগে আরবাজ খানের টক শো-য় খোলাখুলি টাইগার (Tiger Shroff) বলেছিলেন, কীভাবে তাঁর চেহারার জন্য তাঁকে কেরিয়ারে নানা রকমের কুকথা শুনতে হয়েছে। টাইগার বলেছিলেন, "ছবি মুক্তির আগেও আমার চেহারার জন্যই আমায় অনেকে ট্রোলড করেছে। কেউ বলত, এ কি হিরো নাকি হিরোইন? দেখে জ্যাকি শ্রফের ছেলে মনেই হয় না। আপনার কাছে সবকিছু আছে। শুধু দাড়ি নেই।"
অভিনেতা আরও বলেছিলেন, "যখন কেউ আপনাকে বুলি করবে বা ট্রোল করবে, তখন বুঝবেন যে আপনি তাদের উপর প্রভাব ফেলেছেন। আমি আজ যা হয়েছি, দর্শকদের জন্যই হয়েছি। যতক্ষণ আমি আপনাদের হৃদয়ে ১ নম্বর আছি, ততক্ষণ ওটাই আমার কাছে সব।"