মাত্র ৫৪ বছর বয়সে কোলন ক্যান্সারের কাছে হার মেনে নিলেন ইরফান খান । সদ্যই মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘আংরেজি মিডিয়াম’ । দীর্ঘ রোগভোগ ও চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়েই এই ছবির কাজ হাতে নিয়েছিলেন অভিনেতা । সফলভাবে উতরেও দিয়েছিলেন । কিন্তু জীবনের যুদ্ধে উতরাতে পারলেন না ।
advertisement
‘আংরেজি মিডিয়াম’ মুক্তির পর একটি সাক্ষাৎকারে স্ত্রীর ভূমিকা নিয়ে বলেছিলেন ইরফান । ১৯৯৫-এর ২৩ ফেব্রুয়ারি NSD বা ন্যাশনাল স্কুল অব ড্রামার স্টুডেন্ট, তাঁর ক্লাসমেট সুতপা শিকদারকে বিয়ে করেন ইরফান । জন্মসূত্রে দিল্লির মেয়ে সুতপা ছিলেন যথার্থ অর্থেই তাঁর জীবনসঙ্গিনী । সুতপা নিজেও ছিলেন একজন অভিনেত্রী, একাধারে স্ক্রিপ্ট রাইটার, পরিচালক ।
স্ত্রীর সম্বন্ধে বলতে গিয়ে ওই সাক্ষাৎকারে ইরফান বলেছিলেন, ‘‘সুতপা ৭ দিন ২৪ ঘণ্টা আমার সঙ্গে থাকে । আমার খেয়াল রাখে । যদি বাঁচি তাহলে ওঁর জন্যই বাঁচতে চাইব । আমাকে এরকম শক্ত রাখার কারণ হল সুতপা ।’’
