শ্বাসকষ্ট নিয়ে বুধবারই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমকে ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর তাঁর প্রয়াণের খবর জানান। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ইরফানের পর এবার ঋষি কাপুর ৷ একের পর এক মৃত্যুর খবরে দিশাহারা চলচ্চিত্র জগৎ।
advertisement
ঋষি কাপুরের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করেন রাহুল গান্ধিও ৷ তিনি লেখেন, ‘‘ ভারতীয় সিনেমার জন্য অত্যন্ত খারাপ সপ্তাহ ৷ আরও একজন কিংবদন্তিকে হারালাম আমরা ৷ দারুণ একজন অভিনেতা ৷ তাঁর ভক্তের সংখ্যা অসংখ্য ৷ ঋষির পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই ৷’’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2020 10:20 AM IST
