TRENDING:

ভিজে শাড়ি লেপ্টে শরীরে,ফেটে বেরোচ্ছে যৌবন, জয়ললিতার লাস্য ফুটিয়ে তুললেন কঙ্গনা, ভাইরাল ভিডিও

Last Updated:

কঙ্গনা রানাওয়াত যেন অপরূপা৷ সুন্দরী জয়ললিতার রূপ ও লাস্য যেন ফেটে পড়ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এ এক অন্য রূপ৷ জয়ললিতার (Jayalalithaa) বায়োপিকে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত৷ ছবির নাম থালাইভি (Thalaivi) ৷ বহু প্রত্যাশিত এই ছবির প্রথম গান সামনে এল ৷ চালি চালি গানে যৌবনের জয়ললিতার লালিত্যময় রূপে কঙ্গনার ভিডিও সামনে আসতেই তা ভাইরাল৷ এই গানে জয়ললিতার ফিল্মি কেরিয়ারকে তুলে ধরা হয়েছে৷ যা প্রখর রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সুন্দরী জয়ললিতা একটা সময় দক্ষিণী ছবির দুনিয়ায় তুফান তুলেছেন এই Chali Chali গানটি দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে৷
advertisement

দেখে নিন লাস্য মাখা কঙ্গনা কতটা ভালো ফুটিয়ে তুলেছেন সুন্দরী জয়ললিতাকে যিনি সিলভার স্ক্রিনে ধামাল মাচাতেন৷

গানটিতে ভীষণভাবেই রেট্রো লুকের ওপর জোর দেওয়া হয়েছে৷ কখনও ভিজে শাড়ি শরীরে লেপ্টে পদ্মফুল নিয়ে জলকেলিতে ব্যস্ত কঙ্গনা আবার কখনও হাসি মুখে টাইট পাশ্চাত্য পোশাকে নিজেকে সাজিয়ে নিয়েছেন তিনি৷

advertisement

গানটি গেয়েছেন সৈন্ধবী প্রকাশ, মিউজিক কম্পোজ করেছেন জিভি প্রকাশ কুমার. গানটি লিখেছেন ইরশাদ কামিল৷

ছবির মূল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) নিজের সোশ্যাল হ্যান্ডেলেও ট্র্যাকটি শেয়ার করেছেন৷ আর ক্যাপশনে লিখেছেন , "Embark on Jaya's superstar journey where her enchanting charm made the masses her huge fans. Chali Chali is out now."-অর্থাৎ জয়ার সুপারস্টার যাত্রাপথে শুরু, তাঁর দারুণ আবেদন তাঁকে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় করেছিল, চলি চলি এখন মুক্তি পেয়েছে৷

advertisement

জয়ললিতার চরিত্রে অভিনয় করার জন্য তাঁর লুক পাওয়াটা অন্যতম শক্ত কাজ ছিল৷ অভিনেত্রী হিসেবে তাঁর লাস্য অন্যদিকে জননেত্রী হিসেবে তাঁর পাওয়ার ফুটিয়ে তুলতে কঙ্গনাকে বডি ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল৷ এই চরিত্রের জন্য ২০ কেজি মতো ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

থালাইভি ছবিতে জয়ললিতার জীবনের একটা বড় অংশ তুলে ধরা হয়েছে ৷ জনপ্রিয়তম অভিনেত্রী থেকে অসম শক্তিধর জননেত্রী পুরো কেরিয়ারের লড়াই , উত্থান -পতন, পরিবর্তনসবই তুলে ধরা হয়েছে৷ এই  ছবিতে এম জি রামচন্দ্রনের চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী (Arvind Swami)৷ এপ্রিলের ২৩ তারিখ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা৷ ছবিটি পরিচালনা করেছেন বিজয়, ছবিটি প্রযোজনা করেছেন বিষ্ণুবর্ধন ইন্দুরি, শৈলশা আর সিং৷ ছবিটি একইসঙ্গে হিন্দি, তামিল, তেলেগুতে মুক্তি পাবে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভিজে শাড়ি লেপ্টে শরীরে,ফেটে বেরোচ্ছে যৌবন, জয়ললিতার লাস্য ফুটিয়ে তুললেন কঙ্গনা, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল