সম্প্রতি জুম টিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তনুশ্রী জানান, সেই অভিনেতার নাম নানা পাটেকর ৷ শুধু তাঁকে নয়, ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীকে হেনস্থা করেছেন নানা ৷ এমনকী তাঁদের মারধরও করা হয়েছে ৷ মহিলাদের প্রতি সব সময়ই অসম্মানপূর্ণ ব্যবহার প্রদর্শন করেন নানা ৷ সকলেই বিষয়টি জানেন, কিন্তু কেউ কিছু বলেন না ৷’’
আরও পড়ুন: নিজের স্তনযুগল দান করতে চলেছেন রাখি সাওয়ান্ত !
advertisement
পাশাপাশি অক্ষয় কুমার আর রজনীকান্তের নাম নিয়েও অভিযোগ তুলেছেন তনুশ্রী ৷ এদিনের সাক্ষাৎকারে নায়িকা বলেন, যদি অক্ষয় কুমার, রজনীকান্তের মতো প্রথম সারির অভিনেতারা যদি নানা পটেকরকে বয়কট না করে তাঁর সঙ্গে কাজ করেন তাহলে তো সুস্থ কাজের জায়গা কোনওদিনই তৈরি হবে না ৷ অক্ষয় কুমার গত ৮ বছর ধরে নানা ছবিতে নানার সঙ্গে কাজ করেছেন ৷ রজনীকান্ত সম্প্রতি ‘কালা’-তে নানা পাটেকরের সঙ্গে কাজ করছেন ৷ এই ধরণের কালপ্রিটের সঙ্গে কাজ করলে ভাল কিছু হওয়ার সম্ভাবনা খুব কম ৷