TRENDING:

বলিউডের অনেক অভিনেত্রীকে হেনস্থা, মারধর করেছেন নানা পাটেকর, বিস্ফোরক তনুশ্রী দত্ত

Last Updated:

বিষয়টি সকলের চোখের সামনে হলেও কেউ তাঁর প্রতিবাদ করেননি বলেও অভিযোগ তোলেন অভিনেত্রী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে খোলাখুলি তোপ দাগলেন ‘আশিক বনায়া আপনে’-খ্যাত বাঙালি অভিনেত্রী তনু্শ্রী দত্ত ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিস’ ছবির সেটের একটি তিক্ত ঘটনার কথা শেয়ার করেন অভিনেত্রী ৷ তবে সেই সময় তনুশ্রী গোটা ঘটনাটির কথা বললেও অভিনেতার নাম প্রকাশ্যে আনেননি ৷ প্রাক্তন বি-টাউন সেনসেশন এই বঙ্গ তনয়া জানান, ‘হর্ন ওকে প্লিস’ একটি গানের শুটিংয়ে নানা পাটেকরের সঙ্গে একটি ঘনিষ্ট দৃশ্য ছিল তাঁর ৷ সে সময়ই সবার সামনে তাঁকে হেনস্থা করেন নানা ৷ বিষয়টি সকলের চোখের সামনে হলেও কেউ তাঁর প্রতিবাদ করেননি বলেও অভিযোগ তোলেন অভিনেত্রী ৷
advertisement

সম্প্রতি জুম টিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তনুশ্রী জানান, সেই অভিনেতার নাম নানা পাটেকর ৷ শুধু তাঁকে নয়, ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীকে হেনস্থা করেছেন নানা ৷ এমনকী তাঁদের মারধরও করা হয়েছে ৷ মহিলাদের প্রতি সব সময়ই অসম্মানপূর্ণ ব্যবহার প্রদর্শন করেন নানা ৷ সকলেই বিষয়টি জানেন, কিন্তু কেউ কিছু বলেন না ৷’’

আরও পড়ুন: নিজের স্তনযুগল দান করতে চলেছেন রাখি সাওয়ান্ত !

advertisement

পাশাপাশি অক্ষয় কুমার আর রজনীকান্তের নাম নিয়েও অভিযোগ তুলেছেন তনুশ্রী ৷ এদিনের সাক্ষাৎকারে নায়িকা বলেন, যদি অক্ষয় কুমার, রজনীকান্তের মতো প্রথম সারির অভিনেতারা যদি নানা পটেকরকে বয়কট না করে তাঁর সঙ্গে কাজ করেন তাহলে তো সুস্থ কাজের জায়গা কোনওদিনই তৈরি হবে না ৷ অক্ষয় কুমার গত ৮ বছর ধরে নানা ছবিতে নানার সঙ্গে কাজ করেছেন ৷ রজনীকান্ত সম্প্রতি ‘কালা’-তে নানা পাটেকরের সঙ্গে কাজ করছেন ৷ এই ধরণের কালপ্রিটের সঙ্গে কাজ করলে ভাল কিছু হওয়ার সম্ভাবনা খুব কম ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডের অনেক অভিনেত্রীকে হেনস্থা, মারধর করেছেন নানা পাটেকর, বিস্ফোরক তনুশ্রী দত্ত