এক পরিবারের কাছে সাক্ষাৎকারে তনিশা বলেন, এমন পরিবার পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি বলেছিলেন, আমার পরিবার কখনও জোর করেনি। আমার পরিবার খুব ভালো। ওদের জন্যই আমার জীবন এত সুন্দর। আমি ধন্য এমন পরিবার পেয়ে।
স্বল্পদৈর্ঘ্যের ছবি 'লাইফ ইজ শর্ট' এ অভিনয় করতে চলেছেন তনিশা। অভিনেত্রী বলছেন, আমার মা সব সময়ে এই কথাটাই বলেন। তাই এই ছবিটা করছি বলে তিনি খুব খুশি। আমার ঠাকুমাও বলতেন- জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করো কারণ আমাদের জীবন খুব ছোট। বিক্রম যখন ছবির কথা বললেন, আমি ভাবলাম, আমরা তো সব সময়েই এটাই বলি। এটা জীবনের প্রতি ক্ষেত্রেই প্রযোজ্য।
advertisement
তনিশা বিয়ে ও সন্তান ধারণ নিয়ে বলছেন, সন্তান না নেওয়াটাও কিন্তু স্বাভাবিক। কেউ দত্তক নিতেই পারেন। এসব নিয়ে মানুষের আরও বেশি কথা বলা উচিত। মহিলারা চাইলে সন্তান নাই নিতে পারেন। এটাই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। বিয়ে না করা বা সম্পর্কে না থাকাও স্বাভাবিক ব্যাপার।
প্রসঙ্গত, তনিশা বলিউডের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তাঁর মা ও বাবাও এই দুনিয়ারই। ২০০৩ সালে বলিউডে পা রেখেছিলেন তিনি। বিগবসে গিয়ে আরমান কোহলির সঙ্গে সম্পর্কে যান তিনি।