ইনস্টাগ্রামের রিলে তাহিরার দাবি, প্রায় ১৭ বার বমি এবং তাঁর রক্তচাপ নেমে গিয়েছিল ৪০-এ। এর পরই ২ দিন তাঁকে আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হয় এবং এখন তিনি সুস্থ রয়েছেন। নিজের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের সতর্ক করতে চান তিনি। ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করে সেখানেই তাহিরা বলেছেন, হাসপাতালের চিকিৎসকেরাও তাঁকে সোশ্যাল মিডিয়ায় লাউয়ের বিষক্রিয়া নিয়ে সতর্ক করার অনুরোধ করেছেন। হলুদ, আমলা দিয়ে লাউয়ের জুস পান করার পরই ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রতিদিনই তিনি এটি পান করেন। কিন্তু যদি সেটি খাওয়ার সময় তেতো মনে হয়, তবে সেটি না পান করার পরামর্শ দিয়েছেন তাহিরা।
advertisement
হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই অবশ্য কাজে ফিরেছেন তাহিরা। আপাতত 'শর্মাজি কি বেটি' ছবির সেট থেকে ছবিও শেয়ার করেছেন তিনি। কিছুদিন আগেই ফিলস লাইক ইশক-এর একটি ছোট গল্প পরিচালনা করেছিলেন তাহিরা। 'শর্মাজি কি বেটি' ছবির মাধ্যমে প্রথমবার বলিউডে পা রাখতে চলেছেন তাহিরা কাশ্যপ। স্ত্রী তাহিরার প্রথমবার বড় পর্দায় পা রাখার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আয়ুষ্মান।
তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)-র প্রথম ছবি 'শর্মাজি কি বেটি' মূলত শহুরে মহিলাদের জীবন নির্ভর। ছবিতে তিন মহিলার জীবনের নানা টানাপড়েনের কথা উঠে আসবে বলে জানা যাচ্ছে। মহিলাকেন্দ্রিক এই ছবিতে অভিনয় করবেন সাক্ষী তানওয়ার (Sakshi Tanwar) দিব্যা দত্ত (Divya Dutta) সায়ামি খের (Saiyami Kher)। প্রসঙ্গত, এর আগের 'টফি', 'পিন্নি' এবং 'ফিল লাইক ইশক'-এর মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলি পরিচালনা করেছেন তাহিরা কাশ্যপ। তা প্রশংসিতও হয়েছে।
আরও পড়ুন: রোম্যান্স দূরে ঠেলে এবার 'অ্যাকশন হিরো' আয়ুষ্মান খুরানা, দেখুন টিজার