আকাশ খুরানা পরিচালিত স্পোর্টস ফিল্ম রশমি রকেট ছবিতে অভিনয় করছেন তাপসী। ছবিটি Zee5 এ মুক্তি পাবে আগামী ১৫ অক্টোবর। এই ছবির জন্য কম পরিশ্রম করতে হয়নি অভিনেত্রীকে। শরীরচর্চা করার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন। পোস্টারের ছবি দেখেও স্পষ্ট বোঝা যায়, এই সিনেমাতে অভিনয় করার জন্য হার্ডওয়ার্ক করেছেন তাপসী।
advertisement
সেই ছবির তলায় কমেন্টে (Taapsee Pannu trolled) একজন লিখেছেন, "এমন পুরুষের চেহারা শুধু তাপসী পান্নুরই একমাত্র হতে পারে।" এর উত্তরে তাপসী লিখেছেন, "একটা কথাই বলব। এই কথাটা মনে রাখবেন এবং ২০ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করুন। আর আপনাকে আগাম ধন্যবাদ। এই প্রশংসা পাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি।"
তাপসীর এই উত্তরে মুগ্ধ হয়েছেন নেটিজেন। ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম কাজ নয় তাপসীর। এর আগে ভিনিল ম্যাথিউ এর পরিচালিত 'হাসিন দিলরুবা'(Hassen Dilruba) ছবিতেও নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে ও হর্ষবর্ধন রানে। সিনেমা হলে তাপসীর মুক্তিপ্রাপ্ত শেষ ছবি হলো ' থাপ্পড়' (Thappad)। এই ছবিটিও দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত। এই মুহূর্তে অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কিছু ছবি। যেমন লুপ লাপেটা, দোবারা, শাবাস মিঠু, ইত্যাদি।
আরও পড়ুন -অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছিলেন! সেই পায়েল ঘোষ পড়লেন হামলার মুখে
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তাপসী। যেকোনও বিষয়ে স্পষ্ট করে বলেন তিনি। ট্রোলড (Taapsee Pannu trolled) হয়েছেন একাধিকবার। সেখানেও যোগ্য জবাব দিয়েছেন তিনি। আর তাঁর এই গুণ দর্শকদের পছন্দ। আর সেই ধারাই এইবারও বজায় রাখলেন অভিনেত্রী। স্পষ্ট জবাবে চুপ করিয়ে দিলেন নেটিজেনকে।