আর এই ঘটনাকে কেন্দ্র করেই সিবিআই তদন্তের দাবি তুললেন বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব । তাঁর দাবি, সুশান্ত আত্মহত্যা করতে পারেন না । এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে । মুম্বই পুলিশও সমস্ত ঘটনাক্রম বিবেচনা করে, এই অস্বাভাবিক মৃত্যুর যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে ।
রবিবার দুপুরে পটনায় সুশান্তের পৈতিক বাড়িতে খবরটা এসে পৌঁছতেই গোটা শহরের লোক ভিড় জমায় বাড়ির সামনে । প্রিয় ছেলের এমন শোচনীয় চলে যাওয়ার খবরটা যেন কেউই বিশ্বাস করতে চাইছিলেন না । বিহার থেকে বলিউড... সফল জয়যাত্রা... অসাধারণ প্রতিভায় শিখরে উঠে যাওয়া । সবটাই গর্বে ভরে দিয়েছিল রাজ্যবাসীকে । কিন্তু হঠাৎ এমন পরিণতি, যেন তাঁরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ।
পাপ্পু এ দিন সুশান্তের বাবার সঙ্গে দেখা করেন । তারপরেই সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘‘যে কোনও মূল্যে সিবিআই তদন্ত হওয়া উচিত । সুশান্ত জি’র পরিবার পূর্ণিয়া আর চৌথামের আদি বাসিন্দা । এক কথায় তাঁকে কর্ম যোগী বলা চলে । কতটা স্ট্রাগল করে একেবারে নীচুতলা থেকে ওই জায়গায় পৌঁছেছিলেন সুশান্ত, তা জানি । গোটা বিহারকে গর্বিত করেছিলেন উনি ।’’