পাটনার বাসিন্দা সুশান্ত সিং রাজপুত অভিনয় জগতে আসার আগে নয়াদিল্লিতে ইঞ্জিনিয়ারিং পড়েন ৷ কিন্তু চার বছরের কোর্স মাত্র ৩ বছর পড়াশোনা করেছিলেন ৷ এরপর শুরু অভিনয় ৷ শুরুটা মোটেও সহজ ছিল না ৷ প্রথম পারিশ্রমিক হিসেবে সুশান্ত পেয়েছিলেন মাত্র ২৫০ টাকা ৷ কিন্তু এই সুশান্ত সাফল্য আসার পর চাঁদে প্লট কিনেছিলেন ৷ চাঁদে এক টুকরো জমিও কিনেছিলেন সুশান্ত । তিনিই ছিলেন প্রথম ভারতীয় অভিনেতা, যিনি চাঁদে জমি কিনেছিলেন । শাহরুখ খানের আগেই চাঁদের জমির মালিক হয়েছিলেন তিনি ।
advertisement
অন্য সেলেবদের মতোই মু্ম্বইয়ের বিত্তশালী এলাকা বান্দ্রায় বিলাসবহবল বাড়িতে থাকতেন সুশান্ত ৷ এর পাশাপাশি বিলাসবহুল গাড়ি ও দামি বাইকেরও শক ছিল তার ৷ এর মধ্যে Maserati Quattroporte, Land Rover Range Rover SUV, BMW 1300-সহ একাধিক গাড়ি সামিল রয়েছে ৷ আয়ের দিক থেকে সুশান্তের একাধিক ছবি বক্স অফিসে রেকর্ড তৈরি করছিল ৷ এর জেরে তার পারিশ্রমিকও বেড়েই চলছিল ৷ বলিউডে আসার আগে বেশ কয়েকটি টিভি শোতেও কাজ করেছিলেন তিনি ৷
একটি ছবির জন্য ৫ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকতেন সুশান্ত ৷ বিজ্ঞাপনের জন্য নিতেন ১ কোটি টাকা পারিশ্রমিক ৷ একাধিক রিয়েল এস্টেট প্রোপার্টিতেও তিনি ইনভেস্ট করেছিলেন ৷ সুশান্তের মোট সম্পত্তি ৮০ লক্ষ ডলারের অর্থাৎ ৬০ কোটি টাকার কিছু বেশি ৷ সুশান্তের এমএস ধোনি প্রায় ২২০ কোটি টাকার ব্যবসা করেছিল ৷ সিনেমা, বিজ্ঞাপন ও ইনভেস্টমেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷