গত বছরের সেপ্টেম্বরে তাপসী পান্নু শেয়ার করেছিলেন এই ছবিটি। স্কুলজীবনের দারুণ এই ছবিতে প্রথম হয়ে প্রাইজ পাওয়ার মুহূর্ত শেয়ার করেছিলেন নায়িকা। স্পোর্টস প্রতিযোগিতায় জিতেছিলেন তিনি। ২০১৩ সালে ডেভিড ধাওয়ানের চশমে বদ্দুর ছবিতে বলি অভিষেক হয়েছিল তাপসীর। এর পর ২০১৬ সালে পিঙ্ক ছবির পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। শেষ তাঁর ছবি মুক্তি পেয়েছে লুপ লাপেটা।
advertisement
আরও পড়ুন: যৌনমিলনের পরই প্রস্রাব করেন? শরীরে কী হচ্ছে এর ফলে জানুন
আরও পড়ুন: প্রেম জমে ক্ষীর! পবনদীপের বোনের বিয়েতে হাজির অরুণিতা, দেখুন একসঙ্গে কী করলেন তাঁরা...
গত সেপ্টেম্বরে নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতও। স্কুলের দিনে ইউনিফর্ম পরে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ১৯৯৮ সালে হিমাচল প্রদেশে তোলা হয়েছিল এই ছবি। রয়েছে হৃত্বিকের ছোটবেলার ছবিও। পরিচালক ও অভিনেতা রাকেশ রোশনের ছেলে হৃত্বিক রোশন ও তাঁর দিদি সুনয়না রোশন রয়েছেন এই ছবিতে।
গত অগস্টে শ্রদ্ধা কাপুর এই ছবিটি শেয়ার করেছিলেন। বন্ধুদের সঙ্গে কোনও একটি পার্টিতে খেলার ছলে তাঁর এই ছবি। দেখে সত্যিই চেনা দায় শ্রদ্ধাকে। ইনস্টাগ্রামে সাবা আলি খান শেয়ার করেছিলেন এই ছবিটি। ছোট্ট সইফ আলি খান ও শর্মিলা ঠাকুরকে দেখা যাচ্ছে ছবিতে।