TRENDING:

আরব শেখের বেশে কিশোর কুমার ! পাশে তিন গায়িকা ! রহস্য ফাঁস করলেন সনু নিগম

Last Updated:

ছবিতে কিশোর কুমার সেজেছেন আরবের শেখদের মতো করে। আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন, অলকা ইয়াগনিক, সাধনা সরগম ও স্বপ্না মুখোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিশোর কুমার শুধু গায়ক নন ! একজন মজার মানুষ ছিলেন। সব সময় রেকর্ডিংয়ে পৌঁছে নানা রকম মজা করতে ভালবাসতেন। লতা মঙ্গেশকর একবার বলেছিলেন, "কিশোরদা এমন মজার কথা বলেন, যে তাঁর সঙ্গে গাইতে একটুও ভয় করে না। আগেই একটা মজার সম্পর্ক তৈরি হয়ে যায়। যা ধরা দেয় তাঁর সঙ্গে গাওয়া সব গানে।"
advertisement

সত্যিই মজার মানুষ ছিলেন তিনি। তা আর একবার প্রমাণ করলেন সনু নিগম। বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে সনু অন্যতম। মঙ্গলবার তিনি তাঁর ইনস্টাগ্রামে কিশোর কুমারের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে কিশোর কুমার সেজেছেন আরবের শেখদের মতো করে। আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন, অলকা ইয়াগনিক, সাধনা সরগম ও স্বপ্না মুখোপাধ্যায়। এই তিন গায়িকাকে পাশে নিয়ে ছবি তুলেছেন কিশোরকুমার।

advertisement

এই মজার ছবিটি সনু নিগমকে পাঠিয়েছেন অলকা ইয়াগনিক। পাঠিয়ে গায়িকা বলেছেন, 'দাদার খুব ইচ্ছে ছিল আরবের শেখ সাজার। তাই এমন সেজেছিলেন।' সনু এই ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন অলকা ইয়াগনিককে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
আরব শেখের বেশে কিশোর কুমার ! পাশে তিন গায়িকা ! রহস্য ফাঁস করলেন সনু নিগম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল