TRENDING:

সকালে ঘুম থেকে উঠেই স্বামী আনন্দকে আদর, বেডরুমের ছবি শেয়ার করলেন সোনম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এখন কোরানা আতঙ্কে দেশ জুড়ে লকডাউন চলছে । তাই সকলেই ঘরবন্দী । এদিকে বন্ধ সিনেমা, সিরিয়ালের শ্যুটিংও । তাই ঘরেই নিজেদের পছন্দের কাজ করে সময় কাটাচ্ছেন সেলেবরা ।
advertisement

সবচেয়ে বড় কথা হঠাৎ করেই অনেকটা সময় হাতে পেয়ে গিয়েছেন তাঁরা । যে সময়ের অভাব সেলেবদের জীবনে সবচেয়ে বেশি । কর্মসূত্রে একেকদিন একেক জায়গায় ছুটে বেড়াতে হয়। ফলে পরিবারের সঙ্গে সময় কাটানোটা হয়েই ওঠে না।

এবার COVID-19 এর জেরে হঠাৎই হাতের মুঠোয় তরতাজা অনেকটা সময়। তাই এই মূল্যবান সময়টা পরিবারের কাছের মানুষদের সঙ্গেই উপভোগ করছেন তারকারা।

advertisement

যেমন সোনম কাপুর । সদ্য ২বছর বিয়ে হয়েছে তাঁর। বিখ্যাত ব্যবসায়ী আনন্দ আহুজা বেশিরভাগ সময়ই লন্ডনে থাকেন। তবে এখন তাঁদের নিজস্ব সময়। লকডাউনের জেরে ট্র্যাাভেলিং বন্ধ । বরের সঙ্গে ঘুম থেকে উঠেই তাই তাঁকে আদরে ভরিয়ে দিলেন সোনম । সেই ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সকালে ঘুম থেকে উঠেই স্বামী আনন্দকে আদর, বেডরুমের ছবি শেয়ার করলেন সোনম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল