TRENDING:

Sonakshi Sinha Weight Loss: কী ভাবে এতটা রোগা হলেন? ভক্তকে ৯৫ কিলো কমানোর টিপস দিলেন সোনাক্ষী...

Last Updated:

সেখানেই নিজের ওজন এতটা কমিয়ে একেবারে স্লিম (Sonakshi Sinha Weight Loss) হয়ে যাওয়ার রহস্য উন্মোচন করলেন নায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাঁর সেন্স ইফ হিউমার বরাবরই মাত করেছে ভক্তদের। সাহসী মন্তব্য এবং সোজাসাপটা স্বভাবের জন্য ভক্তমহলে নাম রয়েছে সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha)। সম্প্রতি ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশনে ভক্তদের সঙ্গে আড্ডায় বসেছিলেন অভিনেত্রী। আর সেখানেই নিজের ওজন এতটা কমিয়ে একেবারে স্লিম (Sonakshi Sinha Weight Loss) হয়ে যাওয়ার রহস্য উন্মোচন করলেন নায়িকা।
advertisement

গত ১৩ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে সোনাক্ষীর ছবি 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' মুক্তি পেয়েছে। অজয় দেবগণ অভিনীত এই ছবি দর্শকমহলে ভালোই সাড়া পাচ্ছে। সেই খুশিতেই আপাতত মগ্ন রয়েছেন নায়িকা। গতকাল কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি নিয়েছিলেন সোনাক্ষী। আর সেই সময় নিজের ভক্তদের জন্য সময় বের করে নিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় আস্ক মি এনিথিং চলাকালীন এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন, 'কী ভাবে এতটা রোগা হলেন?'

advertisement

সেই প্রশ্নের জবাবেও ফের একবার নিজের রসিক মানসিকতার পরিচয়ই দিয়েছেন সোনাক্ষী। ফ্যানের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 'হাওয়া খান'। অর্থাৎ, হাওয়া খেয়ে রোগা হওয়ার জন্য রসিক টিপস বিলি করেছেন নায়িকা। তবে অভিনয় জগতে পা রাখার আগে সোনাক্ষী সিনহা মোটা ছিলেন বলে নিজেই স্বীকার করেছিলেন। একটি সাক্ষাৎকারে নিজেই তাঁর ওজন কমানোর জার্নির কথা শেয়ার করেছিলেন অভিনেত্রী। প্রায় ৩০ কিলো ওজন কমিয়ে অভিনয় জগতে এসেছিলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছিলেন, 'আমার আত্মবিশ্বাস সব সময়ই সমান ছিল। আমি যখন ৯৫ কিলো ছিলাম তখনও আমি খেলতাম, নানা ধরনের শারীরিক পরিশ্রমের কাজে থাকতাম। আমি অনেক কিছু করে দেখেছি রোগা হওয়ার জন্য। সাঁতার, ওজন তোলা, যোগাসন। কিন্তু পিলাটে এমন একটা জিনিস যা আমার শরীরে দারুণ প্রভাব ফেলেছিল। এমন কিছু একটা খুঁজে বের করুন যেটা আপনার ভালো লাগবে। ফিটনেসটা মানসিক সবার আগে।'

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonakshi Sinha Weight Loss: কী ভাবে এতটা রোগা হলেন? ভক্তকে ৯৫ কিলো কমানোর টিপস দিলেন সোনাক্ষী...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল