চার্জশিটের একটি অংশে শিল্পা শেট্টির (Shilpa Shetty) বয়ান রয়েছে। পুলিশ সূত্রে খবর, সেখানে শিল্পা দাবি করেছেন, 'আমি নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। রাজ কুন্দ্রা (Raj Kundra) কী নিয়ে ছিলেন তার খোঁজ রাখিনি।' (Shilpa Shetty on Raj Kundra Porn Case) মুম্বইয়ের আদালতে এদিন যে চার্জশিট পুলিশ পেশ করেছে, তাতে রাজ কুন্দ্রার পর্ন ব্যবসার বিষয়ে এমনই দাবি করেছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty on Raj Kundra Porn Case)। শিল্পার আরও দাবিস হটশটস ও বলিফেম নামে কোনও অ্যাপের কথা তিনি জানেনই না। এই দুই অ্যাপই পর্ন ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
advertisement
পুলিশের দাবি, পর্ন ছবি তৈরি করে রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগীরা এই অ্যাপগুলির মাধ্যমে তা বাজারে ছড়িয়ে দিতেন। চার্জশিটে লেখা হয়েছে, 'ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড' (Vian Industries Limited) নামেই পর্ন ফিল্মের ব্যবসা চালাতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে 'হটশটস' বাতিল করে দেওয়ার পর 'বলিফেম' তৈরি করা হয়েছিল। সেই চার্জশিটেই রাজের শ্যালক প্রদীপ বক্সীর নাম উল্লেখ করা হয়েছে। শিল্পা ছাড়া রাজের আরও কয়েক জন কর্মী তাঁর বিরুদ্ধে বয়ান দিয়েছেন পুলিশের কাছে। (Shilpa Shetty on Raj Kundra Porn Case)
আগেই জানা গিয়েছিল, মুম্বই পুিলশকে বয়ান দেওয়ার সময় শিল্পা দাবি করেছিলেন, ২০১৫ সালে রাজ কুন্দ্রা ''ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড'' (Vian Industries Limited) তৈরি করেছিলেন। শিল্পা শেট্টি ২০১৫-র এপ্রিল থেকে জুলাই ২০২০ পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। কোম্পানিতে তাঁর শেয়ার ছিল ২৪.৫০ শতাংশ। পরে ব্যক্তিগত কারণে শিল্পা শেট্টি ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। প্রপার্টি সেলের অফিসারদের তিনি জানান, হটশটস (Hotshots) এবং বলিফেম (Bollyfame) সম্পর্কে কোনও তথ্যই তাঁর কাছে নেই। তাঁর মতে, তিনি জানতেনই না যে রাজ কুন্দ্রা এমন কোনও কাজ করছেন।
আরও পড়ুন: 'কামোদ্দীপক ছবি ও পর্ন ফিল্ম এক জিনিস নয়, রাজ নির্দোষ', স্বামীর পাশে দাঁড়ালেন শিল্পা