TRENDING:

Shilpa Shetty on Raj Kundra Porn Case: 'আমি ব্যস্ত, স্বামী কী করেন খোঁজ রাখিনি'! রাজ কুন্দ্রার পর্ন মামলায় বয়ান শিল্পার

Last Updated:

১৪০০ পাতার চার্জশিটে শিল্পা শেট্টিকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে (Shilpa Shetty on Raj Kundra Porn Case)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে পর্ন ফিল্মের ব্যবসার মামলায় বৃহস্পতিবার চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (Mumbai Police's charge sheet)। ১৪০০ পাতার চার্জশিটে শিল্পা শেট্টিকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে (Shilpa Shetty on Raj Kundra Porn Case)। রাজের বিরুদ্ধে পর্ন ফিল্ম তৈরি করে মোবাইল অ্যাপের মাধ্যমে তা দেখানোর অভিযোগ উঠেছে। গ্রেফতারও করা হয়েছে রাজ কুন্দ্রাকে (Raj Kundra)।
advertisement

চার্জশিটের একটি অংশে শিল্পা শেট্টির (Shilpa Shetty) বয়ান রয়েছে। পুলিশ সূত্রে খবর, সেখানে শিল্পা দাবি করেছেন, 'আমি নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। রাজ কুন্দ্রা (Raj Kundra) কী নিয়ে ছিলেন তার খোঁজ রাখিনি।' (Shilpa Shetty on Raj Kundra Porn Case) মুম্বইয়ের আদালতে এদিন যে চার্জশিট পুলিশ পেশ করেছে, তাতে রাজ কুন্দ্রার পর্ন ব্যবসার বিষয়ে এমনই দাবি করেছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty on Raj Kundra Porn Case)। শিল্পার আরও দাবিস হটশটস ও বলিফেম নামে কোনও অ্যাপের কথা তিনি জানেনই না। এই দুই অ্যাপই পর্ন ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

advertisement

পুলিশের দাবি, পর্ন ছবি তৈরি করে রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগীরা এই অ্যাপগুলির মাধ্যমে তা বাজারে ছড়িয়ে দিতেন। চার্জশিটে লেখা হয়েছে, 'ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড' (Vian Industries Limited) নামেই পর্ন ফিল্মের ব্যবসা চালাতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে 'হটশটস' বাতিল করে দেওয়ার পর 'বলিফেম' তৈরি করা হয়েছিল। সেই চার্জশিটেই রাজের শ্যালক প্রদীপ বক্সীর নাম উল্লেখ করা হয়েছে। শিল্পা ছাড়া রাজের আরও কয়েক জন কর্মী তাঁর বিরুদ্ধে বয়ান দিয়েছেন পুলিশের কাছে। (Shilpa Shetty on Raj Kundra Porn Case)

advertisement

আগেই জানা গিয়েছিল, মুম্বই পুিলশকে বয়ান দেওয়ার সময় শিল্পা দাবি করেছিলেন, ২০১৫ সালে রাজ কুন্দ্রা ''ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড'' (Vian Industries Limited) তৈরি করেছিলেন। শিল্পা শেট্টি ২০১৫-র এপ্রিল থেকে জুলাই ২০২০ পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। কোম্পানিতে তাঁর শেয়ার ছিল ২৪.৫০ শতাংশ। পরে ব্যক্তিগত কারণে শিল্পা শেট্টি ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। প্রপার্টি সেলের অফিসারদের তিনি জানান, হটশটস (Hotshots) এবং বলিফেম (Bollyfame) সম্পর্কে কোনও তথ্যই তাঁর কাছে নেই। তাঁর মতে, তিনি জানতেনই না যে রাজ কুন্দ্রা এমন কোনও কাজ করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার খেলা! মহৎ লক্ষ্যে পুলিশ, জমাটি ফুটবল প্রতিযোগিতা জঙ্গলমহলে
আরও দেখুন

আরও পড়ুন: 'কামোদ্দীপক ছবি ও পর্ন ফিল্ম এক জিনিস নয়, রাজ নির্দোষ', স্বামীর পাশে দাঁড়ালেন শিল্পা

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty on Raj Kundra Porn Case: 'আমি ব্যস্ত, স্বামী কী করেন খোঁজ রাখিনি'! রাজ কুন্দ্রার পর্ন মামলায় বয়ান শিল্পার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল