TRENDING:

‘অধ্যয়নও অবসাদগ্রস্থ, সুশান্তের মৃত্যুর পর থেকে ওঁকে একা রাখি না’, মুখ খুললেন শেখর সুমন

Last Updated:

সুশান্তের মৃত্যুর পর ছেলেকে নিয়ে তাঁর ভয় আরও বেড়ে গিয়েছে বলে জানান প্রবীণ অভিনেতা শেখর সুমন । এমনকি তিনি জানান, সুশান্তের মৃত্যুর পর থেকে কখনও অধ্যয়নকে একা ছাড়েননি শেখর ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এ'বার মুখ খুললেন শেখর সুমন । নিজের ছেলে অধ্যয়ন সুমনের অবসাদের বিরুদ্ধে লড়াই এবং তাঁর যুদ্ধের কথাই রোমন্থন করলেন তিনি । সুশান্তও ছিলেন অবসাদের শিকার । চিকিৎসকরা জানিয়েছেন, ক্লিনিক্যাল ডিপ্রেসনে ভুগছিলেন তিনি । তবে কেন, কী কারণে অবসাদ গ্রাস করেছিল তাঁকে, তা এখনও তদন্ত স্বাপেক্ষ । তাঁর অত্মহত্যার কারণ খুঁজতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ ।
advertisement

তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে যেন নিজের ছেলের অসুখ এবং তার বিরুদ্ধে লড়াইয়ের কথাই বারবার মনে পড়ে যাচ্ছে শেখর সুমনের । ‘মুম্বই মিরর’কে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখর বলেন, তাঁর ছেলে অধ্যয়ন সুমনও ডিপ্রেসনে ভুগছিলেন । কারণ ? এই ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁর সামনে একের পর এক বাঁধার দেওয়াল খাড়া করে দিয়েছিল । শেখর বলেন, ‘‘সুশান্ত আমার ছেলের মতই ছিল । আমি অনুভব করতে পারছি সুশান্তের বাবার যন্ত্রণাটা । সে সময় অধ্যয়নও আমাকে আত্মহত্যার কথা বলেছিল ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুশান্তের মৃত্যুর পর ছেলেকে নিয়ে তাঁর ভয় আরও বেড়ে গিয়েছে বলে জানান প্রবীণ অভিনেতা শেখর সুমন । এমনকী তিনি জানান, সুশান্তের মৃত্যুর পর থেকে কখনও অধ্যয়নকে একা ছাড়েননি শেখর । তাঁর ভয়, সুশান্তের এই মৃত্যু তাঁর ছেলের উপর খারাপ প্রভাব ফেলতে পারে । সুশান্তের মৃত্যুতে তিনি সিবিআই তদন্তও দাবি করেছেন শেখর সুমন ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘অধ্যয়নও অবসাদগ্রস্থ, সুশান্তের মৃত্যুর পর থেকে ওঁকে একা রাখি না’, মুখ খুললেন শেখর সুমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল