TRENDING:

Shatrughan Sinha: ‘ভুল করেছিলাম, আজও আফশোস হয়’! নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিলেন শত্রুঘ্ন, ছেড়েছিলেন এই বিখ‍্যাত ছবির অফার

Last Updated:

বলিউডের খ‍্যাতনামা অভিনেতারও হয়েছিল আফশোস। বিখ‍্যাত এক ছবির অফার ছেড়ে দিয়েছিলেন অভিনেতা। কি সেই ছবি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একসময় বলিউডে রাজত্ব করেছেন তিনি। একের পর ভাল হিট ছবিতে কাজ করেছেন শত্রুঘ্ন সিনহা। বলিউডের খ‍্যাতনামা অভিনেতারও হয়েছিল আফশোস। বিখ‍্যাত এক ছবির অফার ছেড়ে দিয়েছিলেন অভিনেতা। কি সেই ছবি?
‘ভুল করেছিলাম, আজও আফশোস হয়’! নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিলেন শত্রুঘ্ন, ছেড়েছিলেন এই বিখ‍্যাত ছবির অফার
‘ভুল করেছিলাম, আজও আফশোস হয়’! নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিলেন শত্রুঘ্ন, ছেড়েছিলেন এই বিখ‍্যাত ছবির অফার
advertisement

ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছিল একটি ছবি, নাম ‘শোলে’। সেই ছবিরই অফার হাতছাড়া হয়েছিল শত্রুঘ্নর। কিন্তু কেন? জয় নাকি বীরু, কোন চরিত্রের অফার পেয়েছিলেন শত্রুঘ্ন? তবে শুধু এই ছবিই আরও বেশ কিছু বিখ‍্যাত ছবির অফার হাতছাড়া হয়েছিল শত্রুঘ্ন সিনহার।

আরও পড়ুন: বাবাকে জামাকাপড় দিচ্ছে না ছেলে? ‘নতুন জামার’ অভাব শাহরুখের? বাদশার পোস্টে বড় চমক

advertisement

দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে শত্রুঘ্ন জানিয়েছিলেন, ‘‘’শোলেতে অমিতাভ বচ্চনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। রমেশ সিপ্পি তার বইয়ে এ কথা লিখেছেন। রমেশ সিপ্পি চেয়েছিলেন আমি ছবির জন‍্য সমস্ত ডেট তাঁকে জানিয়ে দিই। কিন্ত তখন আমি এতটাই ব‍্যস্ত যে তা করতে পারিনি।’’

শত্রুঘ্ন সিনহা আরও জানিয়েছিলেন, ‘‘আমি অমিতাভের জন‍্য অত‍্যন্ত খুশি। শোলেতে তাঁকে অনেক বড় ব্রেক দিয়েছিল। উনি জাতীয় আইকন হয়েছিলেন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

তবে শুধু শোলেই নয়, অমিতাভ বচ্চনের আরও একটি আইকনিক ছবি ‘দিওয়ার’-এর অফারও পেয়েছিলেন শত্রুঘ্ন। মনোজ কুমারের ‘শোর’-এর মতো ছবিতেও তাঁকে দেখা যেতে পারত। এত ভাল ভাল ছবি হাতছাড়া হওয়ায় তিনি আজও অনুশোচনা করেন। ‘‘আমি আজ পর্যন্ত এই দুটি ছবি দেখিনি কারণ আমি আমার সিদ্ধান্তের জন্য অনুতপ্তৃ’’, নিজে মুখেই একথা বলেছিলেন শত্রুঘ্ন সিনহা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shatrughan Sinha: ‘ভুল করেছিলাম, আজও আফশোস হয়’! নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিলেন শত্রুঘ্ন, ছেড়েছিলেন এই বিখ‍্যাত ছবির অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল