সেই সময়ে সারার ঘোড়ার যিনি দেখাশোনা করছিলেন তিনি অভিনেত্রীকে বলেন, জীবনে কোন পাপ করে থাকলে, তিনি বৈষ্ণোদেবী তে ঢুকতে পারবেন না। অবাক হয়ে সারা তখন জিজ্ঞাসা করেন, "তার মানে আমি যদি পাপ করে থাকি তাহলে ভগবানের দর্শন পাবো না? আমি ভিতরে ঢুকতেই পারবো না?"
এই ভিডিওর সারাকে কখনো ইন্ডিয়া গেট এর সামনে আবার কখনও বিহারে দেখা যায়। ভিডিওয় দেখা যাচ্ছে মাথায় এক বান্ডিল ঘাস নিয়ে বিহারের গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। জয়পুর থেকেও তাঁকে ভিডিও করতে দেখা যায়। ভিডিও শেয়ার করে ক্যাপশনে সারা লিখছেন, "নমস্কার দর্শকরা। দিল্লির ইন্ডিয়া গেট থেকে বিহারের ক্ষেত পর্যন্ত সবাইকে নমস্কার।"
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ভিডিও শেয়ার করে সারা জানান তাঁর নাকে আঘাত লেগেছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে সারা লিখেছেন, 'ক্ষমা কোরো আম্মা আব্বা, নাক কেটে ফেললাম আমি'। খানিক মজার ছলেই নিজের নাক কেটে ফেলার ঘটনাকে মা অমৃতা সিং ও বাবা সইফ আলি খানকে জানিয়েছেন নায়িকা। প্রসঙ্গত, সারা এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি 'আতরাঙ্গি রে'-র মুক্তির জন্য প্রস্তুত। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও ধনুশকে। করোনাভাইরাসের অতিমারির জন্যই এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে।