এরই সঙ্গে ভিডিও শেয়ার করে ক্যাপশনে সারা লিখেছেন, 'ক্ষমা কোরো আম্মা আব্বা, নাক কেটে ফেললাম আমি'। খানিক মজার ছলেই নিজের নাক কেটে ফেলার ঘটনাকে মা অমৃতা সিং ও বাবা সইফ আলি খানকে জানিয়েছেন নায়িকা। সইফ আলি খানের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। তাঁর এক ভাইও রয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে সারার নাকে ও গালের এক অংশে লাল হয়ে রয়েছে। নাকের রক্ত তুলো দিয়ে ঢেকে রেখেছেন তিনি। সেটি সরিয়েই নাকের আঘাত দেখিয়েছেন অভিনেত্রী।
advertisement
সারার এমন আঘাতের ভিডিও দেখে তাঁর কমেন্ট বক্সে উপচে পড়েছে দ্রুত সুস্থ হওয়ার বার্তা। যদিও কী ভাবে এমন নাক কেটে গেল তা নিয়ে কোনও কিছুই জানাননি তিনি। গত মাসে ঈদের দিন শুভেচ্ছা জানাতে সইফ আলি খান, ভাই ইব্রাহিম, করিনা কাপুরের দুই সন্তান তৈমুর ও জেহ-র সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সারা।
কাজের দিক থেকে সারা অপেক্ষায় রয়েছেন তাঁর পরের ছবি 'আতরাঙ্গি রে'-র মুক্তির জন্য। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও ধনুশকে। করোনাভাইরাসের অতিমারির জন্যই এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। গত মার্চেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিষেক চৌবের 'কেদারনাথ' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন সারা। এর পর বেশ কয়েকটি হিট ছবিতে তাঁকে দেখা গিয়েছে। তালিকায় রয়েছে কুলি নম্বর ওয়ান, সিম্বা, লভ আজ কাল।