TRENDING:

স্নাতক হলেন সানায়া কাপুর, পার্টিতে উপস্থিত খুশি-অংশুলা

Last Updated:

সেই পার্টির রেশ কাটতে না কাটতেই ফের পার্টির মরশুম কাপুর ফ্যামিলিতে ৷ কারণ স্নাতক হয়েছেন সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে সানায়া ৷ সেই খুশিতেই পার্টি থ্রো করলেন সঞ্জয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের পার্টি শুরু হল কাপুর ভিলাতে ৷ এই তো সবে শেষ হয়েছে বাড়ির বডয় মেয়ের বিয়ের অনুষ্ঠান ৷ সোনম কাপুর আর আনন্দ আহুজার বিয়ে নিয়ে এতদিন মেতে ছিলেন সকলে ৷ গত ৮ মে দিল্লির প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনন্দের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের ফ্যাশনিস্তা ৷
advertisement

সেই পার্টির রেশ কাটতে না কাটতেই ফের পার্টির মরশুম কাপুর ফ্যামিলিতে ৷ কারণ স্নাতক হয়েছেন সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে সানায়া ৷ সেই খুশিতেই পার্টি থ্রো করলেন সঞ্জয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বনি কাপুর ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি, বনি কাপুরের আগের পক্ষের মেয়ে অংশুলা কাপুর থেকে শুরু করে আরও আত্মীয়-পরিজনরা ৷

advertisement

সম্প্রতি পার্টির সেই ছবি পোস্ট করার পাশাপাশি গ্র্যাজুয়েশন হ্যাট ও কোট পরা সানায়ার একটি ছবিও পোস্ট করেছেন মাহিপ ৷ ক্যাপশনে লিখেছেন, ‘মনে হয়, এই তো কালই ও কিন্ডারগার্টেনে গেল’ ৷

আরও পড়ুন: বর নাকি ভাই ! ২ বছরের ছোট অঙ্গদকে বিয়ে করে নেটিজেনদের খোঁচা খেলেন নেহা ধুপিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Wasn’t she in kindergarten just yesterday ????? #ProudMama #GraduationDay

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্নাতক হলেন সানায়া কাপুর, পার্টিতে উপস্থিত খুশি-অংশুলা