মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে গত সপ্তাহান্তে ভর্তি ছিলেন সঞ্জয় । গত সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এখন সঞ্জয়’কে যত শীঘ্র সম্ভব আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা চলছে ।
এই মুহূর্তে অবশ্য সঞ্জয়ের পাশে নেই তাঁর স্ত্রী মান্যতা দত্ত। দুই যমজ সন্তানকে নিয়ে তিনি এই মুহূর্তে দুবাইতে রয়েছেন। তবে খুব স্বাভাবিক ভাবেই এই অপ্রত্যাশিত অবস্থায় দুশ্চিন্তা করছেন তিনি । ছোট ছোট দুই সন্তান আর মান্যতার জন্য চিন্তা করছেন সঞ্জয়ও ।
advertisement
তবে এই মুহূর্তে যাতে কোনও রকম বিভ্রান্তমূলক খবর বা গুজব যাতে বাজারে না রটে, তা নিয়ে সচেতন মান্যতা । একটি বিবৃতিতে সে সম্পর্কে স্পষ্টভাবেই সকলকে সাবধান করেছেন তিনি । মান্যতা বলেছেন, ‘‘আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাঁরা সঞ্জুর জন্য প্রার্থনা এবং আরোগ্যবার্তা পাঠিয়েছেন । আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সকলের প্রার্থনার শক্তিতে ভরসা রাখছি। এই পরিবার অতীতে বহু যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছে । তবে আমি আশাবাদী, এই যুদ্ধও কাটিয়ে উঠব। সকলের কাছে আমার হাত জোড় করে একটাই অনুরোধ, কোনও রকম গুজব বা অনুমানভিত্তিক খবর ছড়াবেন না। শুধু আপনাদের ভালবাসা দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন । সঞ্জু সবসময় একজন যোদ্ধা ছিল, আমাদের পরিবারও । ঈশ্বর আবার আমাদের বেছে নিয়েছেন আরও একটা কঠিন পরীক্ষার জন্য। আপনাদের ভালবাসা আর প্রার্থনাই আমাদের এই লড়াইয়ে জিততে সাহায্য করবে ।’’