সম্প্রতি ট্যুইটারে সলমন লিখেছিলেন, ‘আরিয়ার জন্য স্বাগত তো জানান । কী দারুণ কামব্যাক, কী দারুণ শো । সুস্মিতার জন্য প্রচুর ভালবাসা ।’
এরপরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটূ কথা উড়ে আসে ভাইজানের উদ্দেশ্যে । সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডে সলমনের একচ্ছত্র আধিপত্য, নেপোটিজম বিতর্ক, তারকাদের ব্ল্যাকলিস্টেড করার প্রচুর অভিযোগ উঠেছে । ‘দাবাং ২’-র পরিচালক অভিনব কাশ্যপ মুখ খুলেছেন খান ভাইদের বিরুদ্ধে । মুখ খুলেছেন গায়ক অভিজিতও । এরপর থেকেই বয়কট সলমন, বয়কট বিয়িং হিউম্যান-এর ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
‘আরিয়া’ নিয়ে মুখ খুলেই ফের প্রবল ট্রোলিংয়ের মুখে পড়তে হল সলমন’কে । একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘একবার যখন আমি প্রথম এপিসোড দেখে নিলাম, তখন সব এপিসোড না দেখে আমি উঠব না ।’ নিজের জনপ্রিয় ডায়লগের ঢং-এ কথাটি ভিডিও বার্তায় বলেছেন তিনি । কিন্তু ভক্তরা তাঁর কোনও কার্যকলাপই যে আর পছন্দ করছেন না, তার প্রমাণ হল ট্রোলিং ।