TRENDING:

'ভারত'-এর স্ক্রিনিংয়ে গিয়ে সিকিউরিটি গার্ডকে চড় মারলেন ভাইজান!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মিডিয়া এবং সেলেবদের জন্য গত মঙ্গলবার মুম্বইতে স্পেশ্যাল স্ক্রিনিং করা হয়েছিল 'ভারত'-এর। সলমন ও ক্যাটরিনা কাইফ এবং দিশা পাটানি অভিনীত ছবি 'ভারত' সারা দেশে মুক্তি পেয়েছে আজ। তবে তার আগেই এই ছবি মুম্বইয়ের অনেকেই দেখে নেন। আর সেই খানেই গণ্ডগোলের শুরু। স্ক্রিনিংয়ে এসে ঝামেলা করে ফেললেন ভাইজান।
advertisement

শুধু ঝামেলা করলেন তাই নয়। সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে সড়িয়ে দিয়ে করলেন চরম অপমান। সল্লু ভাইকে সামলাতে সবাইকে হিমসিম খেতে হয়। কিন্তু এতটা কেন রেগে গেলেন তিনি?  ভাইজান সব সময় বাচ্চাদের একটু বেশি ভালবাসেন। তাঁর সব ছবিতে বাচ্চাদের আলাদা গুরুত্ত্ব দেন তিনি। আর সেদিন সলমান খানকে মলে দেখে একটি বাচ্চা ভাইজানের সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসে। কিন্তু সিকিউরিটি বাচ্চাটির সঙ্গে খারাপ ব্যবহার করে। যা তা কথা বলে বাচ্চাটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই গোটা বিষয়টা দেখে ফেলেন সলমন খান। এবং তিনি এগিয়ে গিয়ে ধাক্কা দিয়ে গার্ডকে সড়িয়ে দেন। থাপ্পড় মারলেন।তারপর অপমান করেন গার্ডকে। এরপর বাচ্চাটির সঙ্গে নিজে গিয়ে ছবি তুললেন সল্লুভাই। আর এখানেই সবার থেকে আলাদা তিনি। আজ 'ভারত' রিলিজ করল। রিল লাইফে সব সময় সলমন হিরো। তবে তিনি রিয়েল লাইফেও কম যান না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ভারত'-এর স্ক্রিনিংয়ে গিয়ে সিকিউরিটি গার্ডকে চড় মারলেন ভাইজান!