ট্যুইটারে সলমান খান সিদ্ধার্থের কথা লিখেছেন, 'খুব তাড়াতাড়ি চলে গেলে সিদ্ধার্থ, তোমাকে খুব মিস করব। পরিবারকে সমবেদনা জানাই। RIP'। সিদ্ধার্থের সঙ্গে সলমান খানের খুবই ভালো সম্পর্ক দেখেছে দর্শক বিগ বস ১৩-র ঘরে। ওই সিজনে বিগ বসের চ্যাম্পিয়ানও হয়েছিলেন সিদ্ধার্থ। ফলে সলমানের সঙ্গে একটি আলাদা সম্পর্ক গড়ে উঠেছিল সিদ্ধার্থের। ফাইনালের দিন সলমানই সিদ্ধার্থের নাম ঘোষণা করেছিলেন বিজয়ী হিসেবে।
advertisement
জানা গিয়েছে, সিদ্ধার্থ বুধবার রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি ওষুধ খেয়েছিলেন। কিন্তু তার পরে আর ঘুম ভাঙেনি তাঁর। সিদ্ধার্থকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। সিদ্ধার্থের কয়েক জন সহকর্মী এবং পরিবারের সদস্যরা কুপার হাসপাতালে অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। মা এবং দুই বোনকে ছেড়ে চলে গেলেন সিদ্ধার্থ।
ইতিমধ্যেই সিদ্ধার্থের মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও পরিবারের দাবি, সিদ্ধার্থ কোনও রকম মানসিক চাপে ছিলেন না। মৃত্যু নিয়ে এভাবে গুজবের খবরে খুবই অসন্তুষ্ট তাঁর পরিবার। মুম্বইয়ের কুপার হাসপাতালে সিদ্ধার্থের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করবে মুম্বই পুলিশ। টেলিভিশনের পাশাপাশি বলিউডে একটি ছবিতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। আলিয়া ও বরুণের 'হামটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে।
আরও পড়ুন: সিদ্ধার্থের মৃত্যুসংবাদ পেয়ে অসুস্থ ঘনিষ্ঠ বান্ধবী শেহনাজ, বেরিয়ে যান শ্যুটিং ছেড়ে!