TRENDING:

Saira Banu Health Update: ধরা পড়ল হৃদরোগ, অ্যাঞ্জিওগ্রাম করাতে অস্বীকার! কেমন আছেন সায়রা বানু?

Last Updated:

বুধবারই মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন বলিউডের প্রবীণ অভিনেত্রী সায়রা বানু (Saira Banu Health Update)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বুধবারই মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন বলিউডের প্রবীণ অভিনেত্রী সায়রা বানু (Saira Banu Health Update)। বৃহস্পতিবার তাঁর শরীরের কী অবস্থা? হাসপাতাল সূত্রে খবর, ৭৭ বছরের অভিনেত্রীর হৃদরোগ ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁকে অ্যাঞ্জিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন। যদিও সায়রা বানু কিছুতেই অ্যাঞ্জিওগ্রাম করাতে রাজি না বলেই জানা গিয়েছে। এ বছরের জুলাইতেই নিজের স্বামী বলিউডের তারকা অভিনেতা দিলীপ কুমারকে (Late Dilip Kumar) হারিয়েছেন সায়রা বানু। দু'মাসের মধ্যেই এবার নিজে প্রবল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সায়রা বানু (Saira Banu Hospitalised)।
advertisement

চিকিৎসকেরা জানিয়েছেন, গতকালই কার্ডিয়াক বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে সায়রা বানুর। তাঁর অ্যাকিউট করোনারি সিনড্রোমের সমস্যা দেখা গিয়েছে। করোনারি অ্যাঞ্জিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা। যদিও সায়রা বানু কোনও রকম অ্যাঞ্জিওগ্রাম করাতে রাজি হননি বলেই হাসপাতাল সূত্রে খবর। তিনি সম্মতি না দিলে কোনও ভাবেই এই অ্যাঞ্জিওগ্রাম করাতে পারবেন না চিকিৎসকেরা।

আরও পড়ুন: প্রবল রক্তচাপে অবস্থার অবনতি, গুরুতর অসুস্থ হয়ে ICU-তে ভর্তি সায়রা বানু!

advertisement

জানা গিয়েছে, দিলীপ কুমারের প্রয়াণের পর থেকেই মানসিক অবসাদে ভুগছেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন সায়রা বানু ও দিলীপ কুমার। গত ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। সেই সময় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন স্ত্রী সায়রা। হাসপাতালেও একেবারেই ঘুমোচ্ছেন না তিনি। বার বার বাড়ি যেতে চাইছেন বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হতে পারে বলে খবর। যদিও পুরোটাই শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বলিউডের আরেক প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'আমি ফোনে ওকে পাচ্ছিলাম না। পরে ও আমাকে কলব্যাক করেছিল। ও বলেছিল শরীরটা কিছুদিন হল ভালো নেই। আমি বেশি প্রশ্ন করিনি। দিলী কুমার চলে যাওয়ার পর থেকে ওর কেমন লাগে আমি বুঝতাম।'

বাংলা খবর/ খবর/বিনোদন/
Saira Banu Health Update: ধরা পড়ল হৃদরোগ, অ্যাঞ্জিওগ্রাম করাতে অস্বীকার! কেমন আছেন সায়রা বানু?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল