চিকিৎসকেরা জানিয়েছেন, গতকালই কার্ডিয়াক বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে সায়রা বানুর। তাঁর অ্যাকিউট করোনারি সিনড্রোমের সমস্যা দেখা গিয়েছে। করোনারি অ্যাঞ্জিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা। যদিও সায়রা বানু কোনও রকম অ্যাঞ্জিওগ্রাম করাতে রাজি হননি বলেই হাসপাতাল সূত্রে খবর। তিনি সম্মতি না দিলে কোনও ভাবেই এই অ্যাঞ্জিওগ্রাম করাতে পারবেন না চিকিৎসকেরা।
আরও পড়ুন: প্রবল রক্তচাপে অবস্থার অবনতি, গুরুতর অসুস্থ হয়ে ICU-তে ভর্তি সায়রা বানু!
advertisement
জানা গিয়েছে, দিলীপ কুমারের প্রয়াণের পর থেকেই মানসিক অবসাদে ভুগছেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন সায়রা বানু ও দিলীপ কুমার। গত ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। সেই সময় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন স্ত্রী সায়রা। হাসপাতালেও একেবারেই ঘুমোচ্ছেন না তিনি। বার বার বাড়ি যেতে চাইছেন বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হতে পারে বলে খবর। যদিও পুরোটাই শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে।
বলিউডের আরেক প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'আমি ফোনে ওকে পাচ্ছিলাম না। পরে ও আমাকে কলব্যাক করেছিল। ও বলেছিল শরীরটা কিছুদিন হল ভালো নেই। আমি বেশি প্রশ্ন করিনি। দিলী কুমার চলে যাওয়ার পর থেকে ওর কেমন লাগে আমি বুঝতাম।'