TRENDING:

জমি মাফিয়ার হুমকি! মোদির সঙ্গে দেখা করার আর্জি সায়রা বানুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার অনুরোধ জানালেন বর্ষীয়ান অভিনেত্রী তথা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু ৷ ট্যুইটারে একটি পোস্ট করে এই অনুরোধ জানিয়েছেন তিনি ৷
advertisement

তাঁর অভিযোগ, বিল্ডার ওরফে ল্যান্ড মাফিয়া সমীর ভোজওয়ানি জেল থেকে ছাড়া পেয়েছেন। ইনিই সেই ব্যক্তি, যিনি ভুয়ো ডকুমেন্ট দেখিয়ে অভিনেতা দিলীপ কুমারের একটি বাংলো নিজের বলে দাবি করছেন। জানুয়ারি মাসে সায়রা বানু মুম্বই পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর সমীরের বাড়ি রেড করে পুলিশ। সেখান থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেন তাঁরা। এপ্রিল মাসে গ্রেফতার করা হয় এই ল্যান্ড মাফিয়াকে। তাই সমীর ছাড়া পেয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ দিলীপ কুমারের পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ট্যুইটে অভিনেত্রী লিখেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের প্রতিশ্রুতি সত্ত্বেও সমীর ভোজওয়ানির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দিলীপ কুমারের সঙ্গে ছল করা হয়েছে। টাকা আর পেশীশক্তির জোরে ভয় দেখানো হচ্ছে তাঁকে । এই বিষয়ে আরও খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন সায়রা বানু। এই সংক্রান্ত আলোচনা করতেই তিনি মুম্বইতে দেখা করতে চান নরেন্দ্র মোদির সঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
জমি মাফিয়ার হুমকি! মোদির সঙ্গে দেখা করার আর্জি সায়রা বানুর