TRENDING:

আর কিছুদিন বাদেই তৈমুরকে নিয়ে দেশ ছাড়ছেন সেফ-করিনা ! হঠাৎ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তৈমুরকে নিয়ে দেশ ছাড়ছেন সেফ-করিনা! কিন্তু কেন ? তবে খোলসা করেই বলা যাক! আর মাত্র ক'টা দিন! ২০ ডিসেম্বর ২ বছরে পড়ছে তৈমুর আলি খান। আর সেফ- করিনার ইচ্ছে জন্মদিনে ছেলেকে নিয়ে দেশের বাইরে কোথাও 'কোয়ালিটি টাইম' কাটানো! পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেল,  তৈমুরকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিচ্ছেন সেফ, করিনা। সেখানে খালি তাঁদের একান্ত সময়। তবে, তার আগে থাকছে 'প্রি বার্থডে সেলিব্রেশন'! বলা বাহুল্য, সেই পার্টিতে চাঁদের হাট বসছে !
advertisement

নিমন্ত্রিত অভিষেক- ঐশ্বর্য-কন্যা আরাধ্যা থেকে শুরু করে গৌরী- শাহরুখ-পুত্র আব্রাম, শিল্পা শেঠি কুন্দ্রার ছেলে ভিয়ান। এখানেই সেলিব্রেশনের শেষ নয়! শোনা যাচ্ছে, সেফ-কন্যা সারার ডেবিউ ফিল্ম 'কেদারনাথ'-এর সাফল্যে উচ্ছ্বসিত করিনা। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে, সারা-র জন্যও জমজমাট একটি পার্টির আয়োজন করেছেন খোদ বেবো।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

আরও পড়ুন-'প্রতারক প্রিয়াঙ্কা,' এবার ক্ষমা চাইলেন বক্তা

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আর কিছুদিন বাদেই তৈমুরকে নিয়ে দেশ ছাড়ছেন সেফ-করিনা ! হঠাৎ?