TRENDING:

Saayoni Ghosh: সাদা লাল পাড় শাড়ি, মাথা ভরা সিঁদুর! নতুন অবতারে সায়নীকে দেখে কী বলছে নেটিজেন

Last Updated:

Saayoni Ghosh: সাদা লাল পাড় শাড়ি। চোখে কাজল, কপালে লাল বড় টিপ, লম্বা এলো চুল। এমন রূপেই দেখা গেল সায়নীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতির ময়দানে পদার্পণ অভিনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) । নির্বাচনে হেরে গেলেও রাজনীতি থেকে সরে যাননি সায়নী। বরং আরও জোর হাতে রাজনীতি করছেন। তবে ভুলে যাননি নিজের আগের পেশাও। রাজনৈতিক কাজের চাপের মাঝেই লাইটস-ক্যামেরা-অ্যাকশনের জন্যও সময় বের করছেন অভিনেত্রী তথা তৃণমূলের (TMC) যুবনেত্রী।
সাদা লাল পাড় শাড়ি, মাথা ভরা সিঁদুর! নতুন অবতারে সায়নীকে দেখে কী বলছে নেটিজেন
সাদা লাল পাড় শাড়ি, মাথা ভরা সিঁদুর! নতুন অবতারে সায়নীকে দেখে কী বলছে নেটিজেন
advertisement

সায়নীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বেশি দেখা যায় রাজনৈতিক পোস্ট। কোথাও তিনি বিরোধী দলকে আক্রমণ করছেন। আবার কোনও পোস্টে দেখা যাচ্ছে, গ্রামের রাস্তায় রাস্তায় দলের হয়ে প্রচারে নেমে পড়েছেন তিনি। এরই মধ্যে সম্প্রতি সায়নী শেয়ার করলেন ক্যামেরার সামনে অভিনেত্রী হিসেবে শ্যুটিং এর একটি ঝলক। এই ছোট্ট রিল ভিডিওয় সায়নী (Saayoni Ghosh) একেবারে নতুন অবতারে ধরা দিলেন।

advertisement

সাদা লাল পাড় শাড়ি। চোখে কাজল, কপালে লাল বড় টিপ, লম্বা এলো চুল। কপালে সিঁদুর ও হাতে শাঁখা পলা। এমন রূপেই দেখা গেল সায়নীকে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, তিনি কোনও ফোটোশ্যুটের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ক্যাপশনে উল্লেখ করেছেন, নতুন ছবির জন্যই এই ফোটোশ্যুট। সায়নীকে এই রূপে দেখে নেটিজেনও মুগ্ধ।

advertisement

প্রসঙ্গত, রাজনৈতিক কাজের মধ্যেই পরিচালক অনীক দত্তের (Anik Dutta) ছবি অপরাজিত-র জন্য কাজ শুরু করেছেন সায়নী। ছবিতে তাঁর চরিত্রের নাম বিমলা রায়। ছবিতে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের জীবনের ছায়া রয়েছে। তবে পরিচালক একে বিজয়া রায়ের বায়োপিক বলেননি। সায়নীর (Saayoni Ghosh) বিপরীতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। অনীক দত্তের ছবিতে এর আগেও অভিনয় করেছেন সায়নী।

advertisement

আরও পড়ুন- দুর্গা রূপে শুভশ্রী! মায়ের বিভিন্ন রূপে মিঠাই, অপু-সহ ছোটপর্দার নায়িকারা, দেখুন ছবিতে

উল্লেখ্য, তৃণমূলে যোগদানের পরেই তাঁকে আসানসোলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। সায়নী ভোটে পরাজিত হলেও রাজনীতি থেকে সরে যাননি। আর তাই তাঁকে আরও বড় দায়িত্ব দেন তৃণমূল (TMC) নেত্রী। এই মুহূর্তে যুবনেত্রী হিসেবেও কাজ করে চলেছেন সায়নী। সেই ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আরও পড়ুন- কেক কেটে সেলিব্রেশন শুরু, মুম্বইয়ের পাঁচতারা হোটেলে সৃজিতের জন্মদিন পালন মিথিলা-আয়রার, দেখুন ছবিতে...

বাংলা খবর/ খবর/বিনোদন/
Saayoni Ghosh: সাদা লাল পাড় শাড়ি, মাথা ভরা সিঁদুর! নতুন অবতারে সায়নীকে দেখে কী বলছে নেটিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল