বিগ বস ১৩- প্রথম থেকেই সব বিষয়ে সিদ্ধার্থ শুক্লা রয়েছেন লাইম লাইটে । বাড়িতে মধ্যমনি হওয়ার সুযোগটা ঠিক তৈরি করে নিচ্ছেন সিদ্ধার্থ। প্রথম দিকে ঝামেলার কারণে ও এখন রোম্যান্সের কারণে লাইম লাইটে রয়েছেন সিদ্ধার্থ ৷ বিগ বস হাউসে তার ও রেশমির মধ্যে চলা রোম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ৷ জানা গিয়েছে, বিগ বসের আরেক সদস্য শহনাজ গিল ভিডিওটি শ্যুট করেছেন ৷
advertisement
সম্প্রতি বিগ বস ১৩ এর ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার হয়েছে ৷ এই ভিডিও রেশমি দেশাই ও সিদ্ধার্থ শুকলাকে রোম্যান্স করতে দেখা গিয়েছে ৷ ভিডিও-র ক্যাপশানে লেখা রয়েছে-‘দিল সে দিল তক, বেডরুম থেকে সুইমিং পুল পর্যন্ত, সিদ্ধার্থ ও রেশমির রোম্যান্সে লেগেছে আগুন ৷’ এই এপিসোড সোমবার রাতে দেখানো হবে ৷
মনে করা হচ্ছে এটা কোনও টাস্কের অংশ যেখানে শহনাজকে ডিরেক্টরের ভূমিকা দেওয়া হয়েছে ৷ সিদ্ধার্থ ও রেশমিকে রোমান্টির স্কিনে অ্যাক্ট করতে হবে ৷ ভিডিওটি দেখে প্রথমে সকলেই চমকে গিয়েছে কারণ প্রথম থেকেই রেশমি দেশাই ও সিদ্ধার্থের মধ্যে ঝামেলা লেগেই রয়েছে ৷ রেশমি একাধিকবার স্বীকারও করেছেন যে সিদ্ধার্থকে তিনি পছন্দ করেন না ৷