সম্প্রতি ঋষি নিজেই ঘোষণা করেছিলেন হলিউডের ছবি ইন্টার্নের হিন্দি অ্যাডপশানে তিনি অভিনয় করছেন। তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনেরও। ওয়ার্নার ব্রাদার ইন্ডিয়া ও আজুরে এন্টারটেনমেন্টের উদ্যোগে ভারতে ছবিটির কাজও শুরু হয়ে যায়। জানুয়ারি মাসের ২৮ তারিখও ঋষি সংবাদমাধ্যমকে বলেন, "ওঁরা যে কাজটা শেষমেশ ভারতেই করছে তাতে আমি খুশি। এটি একটি প্রাসঙ্গিক ছবি। আমরা ওয়ার্কশপের কাজ শুরু করে দিয়েছি।" দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ। সেই নিয়েও ৬৭ বছরের কিংবদন্তিকে উচ্ছ্বসিত হতে দেখা যায়। ২০১৫ সালে মূল দ্য ইন্টার্ন ছবিটায় অভিনয় করেছিলেন রবার্ট ডি নিরো ও অ্যান্নে হ্যাথওয়ে।
advertisement
কিন্তু সেই স্বপ্নসাধ অধরাই রয়ে গেল। সেপ্টেম্বরেই ইউএস থেকে ফিরেছিলেন ঋষি চিকিৎসা পর্ব সেরে। যদিও শরীরটা একেবারেই সুবিধের ছিল না। হাসিমুখে লড়তেন, ভিতরের রক্তক্ষরণ যাতে টের না পায় কেউ। তাঁর মৃত্যু এক লম্বা অধ্যায়ের সমাপ্তি, আর এক অন্তিম দীর্ঘশ্বাসও বটে।
