বরাবরই ছিলেন স্পষ্টবক্তা । কোনওদিন সত্যি কথা বলতে ভয় পাননি । বরং সমালোচিত হয়েছেন বহুবার । তবু নিজের যা ঠিক মনে হয়েছে, তাই করেছেন দৃঢ়তার সঙ্গে । সত্যি কথা সহজভাবে বলতে ভালবাসতেন তিনি । এমনকি বাবা রাজ কাপুরের সম্পর্ক নিয়েও মুখ খুলেছিলেন অভিনেতা ।
advertisement
এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমার বাবা রাজ কাপুরের সঙ্গে নার্গিস জি-র একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল । তখন আমরা ছোট । কিন্তু এই সম্পর্ক আমাদের উপরেও প্রচণ্ড প্রভাব ফেলেছিল । বাড়ির পরিবেশ ঠিক ছিল না । আবার পাপার সঙ্গে যখন বৈজয়ন্তীমালার সম্পর্ক হয়, তখন মা আমাদের নিয়ে মেরিন ড্রাইভের নটরাজ হোটেলে গিয়ে উঠেছিলেন । মা আর বাড়ি ফিরবেন না ভেবেছিলেন । সেখান থেকে আমরা চিত্রকূটের একটি অ্যাপার্টমেন্টে উঠে আসি । পাপা আমাদের নিতে সেখানে এসেছিলেন । যা যা করা সম্ভব সব করেছিলেন আমাদের ফিরিয়ে নিতে । কিন্তু মা বাড়ি ফিরতে রাজি ছিলেন না, যতদিন না পর্যন্ত ওই অধ্যায় পাপার জীবন থেকে শেষ হয় ।’’