সম্প্রতি সৌভিকের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রিয়া (Rhea Chakraborty)। সুশান্তের মৃত্যুর পরে এটিই তাঁদের প্রথম ছবি। সেই ছবির ক্যাপশনে রিয়া লিখেছেন, 'সহনশীলতা'। একটা সময়ে দুজনকেই কাঠগড়ায় তোলা হয়েছিল। সেই সময়টা সোশ্যল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছিলেন রিয়া। সুশান্তের মৃত্যু খুন নাকি আত্মহত্যা তা নিয়ে কম জলঘোলা হয়নি। সন্দেহের তির বার বার ছুড়ে দেওয়া হয়েছে রিয়ার দিকেই। সেই জন্যই কি এমন ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিয়েছেন তিনি? তেমনই জল্পনা করছে নেটিজেনরা। ছবিতে ভাইবোন দুজনকেই সাদা পোশাকে দেখা যাচ্ছে।
advertisement
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল। রিয়ার দুই বান্ধবী তথা সেলেব্রিটি অনুশা দন্ডেকর ও শিবাণী দন্ডেকর ছবিতে কমেন্ট করেন। গত বছর ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রয়াত অভিনেতার পরিবার দাবি করেন, রিয়াই তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন। তার পরেই ঘটনায় মাদকযোগের হদিশ পাওয়া যায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রিয়ার (Rhea Chakraborty) ছবি 'চেহরে'।
এই ছবি মুক্তি নিয়েও কম জলঘোলা হয়নি। তবে ছবির পরিচালক রুমি জাফেরি প্রথম থেকেই রিয়ার সমর্থনে কথা বলেছেন। রুমি সুশান্তেরও (Sushant Singh Rajput) ভালো বন্ধু ছিলেন। এমনকি তাঁর ছবিতে রিয়া ও সুশান্তের জুটি বাঁধারও কথা ছিল। কিন্তু ছবির কাজ শুরু করার আগেই মৃত্যু হয় সুশান্তের। চেহরে ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, ধৃতিমান চট্টোপাধ্য়ায়, ক্রিস্টাল ডিসুজাও। ছবিতে রিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে।