এ দিনের সাক্ষাৎকারে রিয়া এও দাবি করেন, মহেশ ভাট তাঁকে সবসময় পিতার মতোই পরামর্শ দিয়েছেন । তিনি রিয়াকে ‘মাই চাইন্ড’ বলে ডাকতেন । কারণ রিয়ার বয়সী তাঁর নিজের মেয়েও রয়েছে । আর রিয়া তাঁকে ‘স্যার’ বলে ডাকতেন । এমনকি মহেশ আর সুশান্তের সম্পর্কও খুব ভাল ছিল বলে দাবি করেন তিনি । তাঁরা একে অপরকে অনেক আগে থেকে চিনতেন । তারপর সেই ফ্রেমে রিয়া আসেন। ভাট সাহাবের সঙ্গে প্রথম দেখা করার পর ভাল অভিজ্ঞতা হয়েছিল সুশান্তের, সে কথা নাকি ট্যুইটও করেছিলেন অভিনেতা ।
advertisement
রিয়া জানান, ৮ জুন সুশান্তই তাঁকে চলে যেতে বলেন । এরপর রিয়ার সেখান থেকে চলে আসা ছাড়া আর কী বা করার ছিল । তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন । এমনকি দীর্ঘদিন ধরে সুশান্তের দেখাশোনা করতে করতে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়ছিলেন বলে তাঁর দাবি । তাঁর মধ্যে anxiety (উৎকন্ঠার লক্ষণ) দেখা দিচ্ছিল । প্যানিক অ্যাটাকও তাঁর হয়েছিল বলে জানান রিয়া । ৮ জুন এ ব্যাপারে তিনি মহেশের সঙ্গে কথা বলেছিলেন বলে স্বীকার করেন রিয়া । তাঁকে শক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন মহেশ ভাট ।