সোশ্যাল মিডিয়া পোস্টে রিয়া লিখছেন, "সারা বিশ্বের মহিলারা যখন সমান অধিকারের জন্য লড়াই করছেন, তখন আফগানিস্তানের মহিলাদের বিক্রি করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের অবস্থা দেখে সত্যিই যন্ত্রণা হচ্ছে। বিশ্বের নেতাদের অনুরোধ করছি এর জন্য পদক্ষেপ করার।" রিয়া হ্যাশট্যাগের মাধ্যমে পুরুষতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন। তাঁর কথায়, "মহিলারাও মানুষ।"
অভিনেত্রী টিসকা চোপড়া তাঁর শৈশবের এক ছবি শেয়ার করেছেন। যেখানে মহিলাদের পশ্চিমী পোশাকে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখছেন, শৈশবে এই কাবুলকে তিনি চিনতেন। পরিচালক শেখর কাপুর একাধিক টুইট করেছেন আফগানিস্তান নিয়ে। একটি টুইটে তিনি লিখছেন, "আফগানিস্তানের মানুষের জন্য বিশেষ ভাবে প্রার্থনা করছি। বিদেশি শক্তিদের ঔপনিবেশিক উদ্দেশ্যের জন্য একটা দেশ ধ্বংস হয়ে গেল।"
মহেশ ভাটের স্ত্রী অভিনেত্রী সোনি রাজদান টুইট করেছেন, "একটা দেশ যখন স্বাধীনতা উদযাপন করছে, তখন অন্য একটি দেশ স্বাধীনতা হারালো।" অভিনেতা আফতাব শিবদাসানি লিখেছেন, "আফগানিস্তানের অবস্থা খুবই চিন্তার। আফগান মানুষের জন্য প্রার্থনা করছি।"