কয়েক মাস আগে ‘কফি উইথ কর্ণ’-এ গিয়ে কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সারা। পাশে ছিলেন সইফ আলি খানও। যদিও কার্তিকের দিক থেকে তেমন কোনও ইচ্ছে ছিল কি না, বোঝা যায়নি। কারণ সারাকে তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো ছাড়া প্রকাশ্যে আর কোনও মন্তব্য করেননি তিনি। কিন্তু ফাইনালি ডেটে গেলেন দুই তারকা। সেই ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ইমতিয়াজ আলির পরের ছবিতে জুটি বাঁধছেন সারা এবং কার্তিক। সেই জন্যই কী এই ডেট? সবটাই প্রচারের জন্য নয় তো? কারণ সারার প্রতি কিন্তু এখনও কোনও প্রেমের বার্তা পৌঁছে দেননি কার্তিক। তাই সারাকে দেখে মনে হতেই পারে তিনি প্রকাশ্যে একরকম প্রেমের ভিক্ষেই চেয়ে ফেললেন। এতটাই পাগল তিনি কার্তিকের জন্য যে ডেটে যেতে পেরেছেন তাতেই খুশি তিনি। কার্তিক মন থেকে এই ডেট চায় কিনা তা নিয়ে কোনও ভাবনা নেই সারার।---
advertisement
advertisementView this post on Instagram