TRENDING:

প্রকাশ্যে প্রেমের ভিক্ষে চাইলেন সারা...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। তবে এটাই শুধু তাঁর পরিচয় নয়। তিনি এখন বলিউডের সবচেয়ে কম বয়সী নায়িকাদের একজন। এবং সেই সঙ্গে ভাল অভিনেত্রীও। 'সিম্বা' ও 'কেদারনাথে' নিজেকে প্রমান করেছেন সারা। তাঁকে দেখতেও খুবই সুন্দর। তাঁর জন্য পাগল গোটা নিউ জেনারেশন। কিন্তু সারা আবার পাগল কার্তিক আরিয়ানের জন্য। আর এখানেই যত গণ্ডগোল!
advertisement

কয়েক মাস আগে ‘কফি উইথ কর্ণ’-এ গিয়ে কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সারা। পাশে ছিলেন সইফ আলি খানও। যদিও কার্তিকের দিক থেকে তেমন কোনও ইচ্ছে ছিল কি না, বোঝা যায়নি। কারণ সারাকে তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো ছাড়া প্রকাশ্যে আর কোনও মন্তব্য করেননি তিনি। কিন্তু ফাইনালি ডেটে গেলেন দুই তারকা। সেই ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ইমতিয়াজ আলির পরের ছবিতে জুটি বাঁধছেন সারা এবং কার্তিক। সেই জন্যই কী এই ডেট? সবটাই প্রচারের জন্য নয় তো? কারণ সারার প্রতি কিন্তু এখনও কোনও প্রেমের বার্তা পৌঁছে দেননি কার্তিক। তাই সারাকে দেখে মনে হতেই পারে তিনি প্রকাশ্যে একরকম প্রেমের ভিক্ষেই চেয়ে ফেললেন। এতটাই পাগল তিনি কার্তিকের জন্য যে ডেটে যেতে পেরেছেন তাতেই খুশি তিনি। কার্তিক মন থেকে এই ডেট চায় কিনা তা নিয়ে কোনও ভাবনা নেই সারার।---

advertisement

advertisement

View this post on Instagram

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sara & Kartik at a restaurant in Delhi

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে প্রেমের ভিক্ষে চাইলেন সারা...